AIFF: COA- কে ক্ষমতাচ্যুত করলো সুপ্রিম কোর্ট, উঠতে চলেছে FIFA- র নির্বাসন?
AIFF -এ তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে AIFF কে নির্বাসিত করে FIFA । ফলে ঘোর অনিশ্চয়তা দেখা দেয় ভারতীয় ফুটবল জগতে। ফিফার নির্বাসন বহাল থাকলে ভারতে নির্ধারিত অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ স্থগিত হতে পারে। পাশাপাশি ফিফার নির্বাসন বহাল থাকলে ভারতীয় ফুটবল দলের র্যাঙ্কিং ফের শূন্য থেকে শুরু হবে। কোনও ক্লাবই কোনও বিদেশি ফুটবলারকে সই করাতে পারবে না। যে বিদেশি ফুটবলাররা ইতিমধ্যেই সই করেছেন, তাঁরা অন্য কোনও দেশে খেলতে পারবেন না। এই ঘোর চিন্তার মাঝেই আজ COA কে ক্ষমতাচ্যুত করলো দেশের শীর্ষ আদালত।
গত রবিবার কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টে (Supreme Court) আর্জি জানানো হয়েছিল ফিফার সমস্ত দাবি মেনে নিতে চেয়েছিল তারা। প্রাক্তন ফুটবলারদের ভোটাধিকার না দেওয়ারও দাবি জানিয়েছিল তারা। এবার সিওএ এর ক্ষমতা কেড়ে নিল সুপ্রিমকোর্ট। চলতি মাসে ২৭ তারিখ ভারতীয় ফুটবল ফেডারশনের নির্বাচন আর তারপরেই ফিফা নির্বাসন তুলতে পারে বলে আশা করছে বিশেষজ্ঞরা।
নির্বাচন হতে চলেছে এবার ত্রিমুখী লড়াইয়ের। সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়া ও প্রাক্তন গোলরক্ষক কল্যাণ চৌবে ও গোয়ার ফুটবল প্রশাসক ভালাঙ্কা আলেমাও। নির্বাচন পরিচালনা করবেন ফেডারেশনের কার্যনির্বাহী সচিব। ৩৬ সদস্যের ভোটার তালিকা তৈরি হবে।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যকরী কমিটি নিয়ন্ত্রণ ফিরে না পাওয়া পর্যন্ত এই নির্বাসন বহাল থাকবে বলে ফিফার তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে। ফলে নির্বাচনের পর উঠবে নির্বাসন এমনটাই মনে করা হচ্ছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊