𝐔𝐔𝐏𝐓𝐖𝐀 𝐆𝐑𝐎𝐔𝐏 𝐌𝐄𝐃𝐈𝐂𝐋𝐀𝐈𝐌 𝐏𝐎𝐋𝐈𝐂𝐘-Avay GMP
প্রাথমিক শিক্ষক এবং তাঁর পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় অভয়
প্রাথমিক শিক্ষকদের সংগঠন উস্থি প্রাথমিক শিক্ষক এবং তাঁদের পরিবারের জন্য নতুন এক পদক্ষেপ গ্রহন করেছে । সংগঠনের পক্ষ থেকে রাজ্য সভাপতি সন্দীপ ঘোষ জানিয়েছেন, আমাদের শিক্ষক এবং তাঁদের পরিবার যখন কোন দুরারোগ্য অসুখে আক্রান্ত হন, তখন আর্থিক ভাবে এক বিরাট চাপের সম্মুখীন হতে হয়। সেই অসহায়তার থেকে পরিত্রান দেওয়ার জন্যই এই ঐতিহাসিক পদক্ষেপ গ্রহন করলো UUPTWA .
সংগঠনের পক্ষ থেকে এক ফেসবুক লাইভ মিটিং এ উস্থি প্রাথমিক শিক্ষকদের জন্য Group Mediclaim Policy অভয় এর শুভ সূচনা করা হয়েছিলো। জানানো হয়েছিলো মোট ৮টি গ্ৰুপ করে চালু হচ্ছে অভয় ।
সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকা এবং অবসর প্রাপ্ত শিক্ষক শিক্ষিকা যাদের বয়স ৬৫ এর নিচে তাঁদের জন্য Group Mediclaim Policy । এই পলিসির প্রাথমিক শর্ত হলো একজন প্রাথমিক শিক্ষক হতে হবে এবং উস্থির মেম্বার হতে হবে ।
নতুন এই স্বাস্থ্য বীমার মধ্যদিয়ে পশ্চিমবঙ্গ তথা সারাদেশে চিকিৎসার সুবিধা আছে । নেটওয়ার্ক হাসপাতাল বা নার্সিংহোমে ক্যাশ লেস সুবিধা পাওয়া যাবে বলেও জানানো হয়েছে। এই বীমা প্রকল্পে ৫ লক্ষ টাকা অবধি সুবিধা পাওয়া যাবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভয়- স্বাস্থ্য বীমা প্রকল্পে (Avay GMP) অনেক কম বাৎসরিক কিস্তিতে অনেক বেশি সুবিধা পাবেন সকলে। প্রতিটি জেলার ভালো নার্সিং হোম হাসপাতাল যুক্ত আছে। দেশের সমস্ত বড়ো হাসপাতাল নার্সিংহোমে সুবিধা পাওয়া যাবে ।
উস্থির রাজ্য সম্পাদক ভাস্কর ঘোষ জানিয়েছেন - অনেক শিক্ষক স্বাস্থ্যসাথী নিয়ে সঠিক সুবিধা পাননি । আবার যেটা সকলে বিনেপয়সায় পায় সেটাই শিক্ষকদের মেডিকেল কাটা হয় কিন্তু সব জায়গায় সুবিধা ভালো ভাবে পাওয়া যায় না । তাই উস্থি সকল শিক্ষকের কথা ভেবে শিক্ষকদের বিপদের সময় এই "অভয় " নিয়ে এসেছে যেন সবার পরিবার সুরক্ষিত থাকে ।
বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন www.uuptwa.com এখানেই সদস্য হবার পর অভয় (GMP) এর আবেদন করা যাবে ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊