Latest News

6/recent/ticker-posts

Ad Code

সবুজ বাঁচাতে ও পরিবেশকে সুস্থ রাখতে পালিত হচ্ছে বনমহোৎসব

অরণ্য সপ্তাহের শুভ সূচনা হল আজ

men and women



রামকৃষ্ণ চ্যাটার্জী: বারাবনি:-

সবুজ বাঁচাতে ও পরিবেশকে সুস্থ রাখতে পালিত হচ্ছে বনমহোৎসব। অরণ্য সপ্তাহের শুভ সূচনা হল আজ বারাবনি ব্লকে।মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঐকান্তিক উদ্যোগে পশ্চিম বর্ধমান জেলা পরিষদ এবং দুর্গাপুর বনদপ্তরের পক্ষ থেকে পশ্চিম বর্ধমান জেলার বারাবনি ব্লক কার্যালয়ের সভা মঞ্চে থেকেই পালন করা হলো বনমহোৎসব।

এদিন দোমহানি হাই স্কুল থেকে প্রভাত ফেরি করে ব্লক দফতরে এসে এদিন অনুষ্ঠান সূচনা হয়।অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের পুষ্পস্তবক,শাল ও গাছের চারা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

men and women

বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়,জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি সহ উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সন্দীপ টুডু এবং বারবনি বিডিও সৌমিত্র প্রধান প্রতিম, এসডিআইসিও শুভদীপ দাস,বনবিভাগ পূর্ব বর্ধমানের আধিকারিক নিশা গোস্বামী,বনবিভাগ পশ্চিম বর্ধমানের আধিকারিক বুদ্ধদেব মন্ডল।

সকলে আজ যুগ্ম ভাবে প্রদীপ উজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। বৃক্ষরোপন,চারা গাছ বিতরণ সহ সবুজায়ন নিয়ে সাংস্কৃতিক নৃত্য বিভিন্ন অনুষ্ঠানও আয়োজন করা হয়।তাছড়া এদিন এই মঞ্চ থেকেই ব্লকের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের পুরস্কার তুলে দেওয়া হয়।তাছাড়া স্কুলের চত্ত্বর ও লাগোয়া এলাকায় গাছ লাগানো হয়।

এই প্রসঙ্গে বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় বলেন পরিবেশ নিয়ে সচেতন করতেই অরণ্য সপ্তাহের এই কর্মসূচী।রাজ্য সরকারের উদ্যোগে আজ থেকেই সাপ্তাহিক কর্মসূচি পালন করা হচ্ছে।তবে শুধু সাপ্তাহিক নয় আমাদের সারা জীবন ধরে বৃক্ষ রোপন করে যেতে হবে কারন আমরা সমস্ত জীব সবুজের উপর নির্ভরশীল তাই সবুজকে বাঁচিয়ে রাখা সবার কর্তব্য।তাছড়া গাছ লাগালেই হবেনা গাছকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের নিয়মিত জল দিতে হবে।তিনি বনদপ্তরের সমস্ত কর্মীদের এত সুন্দর কাজকে সাধুবাদ জানিয়েছেন।

কেনো গাছ লাগানো জরুরি তা নিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সভাধিপতি সুভদ্রা বাউরি।তিনি বলেন অনেক ক্ষেত্রেই দেখা যায় বনমহোৎসবের সময়ে ঘটা করে হাজার হাজার গাছ লাগানো হলেও উপযুক্ত পরিচর্যার অভাবে তা বাঁচে না।এছাড়া গাছ লাগানো ও গাছের পরিচর্যা সম্পর্কে মানুষকে সচেতন করতে হলে জনবহুল এলাকায় ফ্লেক্স ও ব্যানার,হোডিং ছাড়াও বিভিন্ন মাধ্যমকে কাজে লাগিয়ে প্রচার করতে হবে।

তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মালা বাউড়ি ,যুগ্ম বিডিও বারাবনি শ্রীবাণী মুর্মু জেলা পরিষদ সদস্য অসিত সিংহ,কর্মাধ্যক্ষ পূজা মাণ্ডি, জামগ্রাম পঞ্চায়েত প্রধান কেশব রাউথ সহ অনেকে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code