Shiv Chalisa, shiv chalisa pdf, shiv chalisa lyrics,
শ্রাবণ মাসের প্রতি সোমবার শিব ভক্তদের কাছে সবচেয়ে বিশেষ বলে মনে করা হয়।
এই দিনে শিব ভক্তরা উপবাস করেন এবং আচার-অর্চনা করেন। ভগবান ভোলেনাথ দ্রুত প্রসন্ন হন। এটি একটি ধর্মীয় বিশ্বাস যে ভগবান শিবকে এক ঘট জল দিয়েও তুষ্ট করা যায়।
শ্রাবণ মাসে, শিব ভক্তরা বিভিন্ন উপায়ে ভগবান শিবকে খুশি করার চেষ্টা করে। এটা বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসের প্রতি সোমবার নিয়মিত শিব চালিসা (Shiv Chalisa) পাঠ করলে ভগবান শিবের কৃপা বজায় থাকে। এ ছাড়া ব্যক্তির জীবন থেকে যাবতীয় দুঃখ-কষ্ট দূর হয়।
এখানে দেখেনিন হিন্দি ভাষায় শিব চল্লিসা (shiv chalisa hindi)
-
ওঁ নমঃ শিবায়
জয় গণেশ গিরিজাসুবন মংগল মূল সুজান ।
কহত অয়োধ্যাদাস তুম দেউ অভয় বরদান ॥
জয় গিরিজাপতি দীনদয়ালা । সদা করত সন্তন প্রতিপালা ॥
ভাল চন্দ্রমা সোহত নীকে । কানন কুণ্ডল নাগ ফনী কে ॥
অংগ গৌর শির গংগ বহায়ে । মুণ্ডমাল তন ক্ষার লগায়ে ॥
বস্ত্র খাল বাঘম্বর সোহে । ছবি কো দেখি নাগ মন মোহে ॥
মৈনা মাতু কি হবে দুলারী । বাম অংগ সোহত ছবি ন্যারী ॥
কর ত্রিশূল সোহত ছবি ভারী । করত সদা শত্রুন ক্ষয়কারী ॥
নংদী গণেশ সোহৈং তহং কৈসে । সাগর মধ্য কমল হৈং জৈসে ॥
কার্তিক শ্যাম ঔর গণরাঊ । যা ছবি কৌ কহি জাত ন কাঊ ॥
দেবন জবহীং জায় পুকারা । তবহিং দুখ প্রভু আপ নিবারা ॥
কিয়া উপদ্রব তারক ভারী । দেবন সব মিলি তুমহিং জুহারী ॥
তুরত ষডানন আপ পঠায়ৌ । লব নিমেষ মহং মারি গিরায়ৌ ॥
আপ জলংধর অসুর সংহারা । সুয়শ তুম্হার বিদিত সংসারা ॥
ত্রিপুরাসুর সন যুদ্ধ মচাঈ । তবহিং কৃপা কর লীন বচাঈ ॥
কিয়া তপহিং ভাগীরথ ভারী । পুরব প্রতিজ্ঞা তাসু পুরারী ॥
দানিন মহং তুম সম কোউ নাহীং । সেবক স্তুতি করত সদাহীং ॥
বেদ মাহি মহিমা তুম গাঈ । অকথ অনাদি ভেদ নহীং পাঈ ॥
প্রকটে উদধি মংথন মেং জ্বালা । জরত সুরাসুর ভএ বিহালা ॥
কীন্হ দয়া তহং করী সহাঈ । নীলকংঠ তব নাম কহাঈ ॥
পূজন রামচংদ্র জব কীন্হাং । জীত কে লংক বিভীষণ দীন্হা ॥
সহস কমল মেং হো রহে ধারী । কীন্হ পরীক্ষা তবহিং ত্রিপুরারী ॥
এক কমল প্রভু রাখেউ জোঈ । কমল নয়ন পূজন চহং সোঈ ॥
কঠিন ভক্তি দেখী প্রভু শংকর । ভয়ে প্রসন্ন দিএ ইচ্ছিত বর ॥
জয় জয় জয় অনংত অবিনাশী । করত কৃপা সবকে ঘট বাসী ॥
দুষ্ট সকল নিত মোহি সতাবৈং । ভ্রমত রহৌং মোহে চৈন ন আবৈং ॥
ত্রাহি ত্রাহি মৈং নাথ পুকারো । যহ অবসর মোহি আন উবারো ॥
লে ত্রিশূল শত্রুন কো মারো । সংকট সে মোহিং আন উবারো ॥
মাত পিতা ভ্রাতা সব কোঈ । সংকট মেং পূছত নহিং কোঈ ॥
স্বামী এক হৈ আস তুম্হারী । আয় হরহু মম সংকট ভারী ॥
ধন নির্ধন কো দেত সদা হী । জো কোঈ জাংচে সো ফল পাহীং ॥
অস্তুতি কেহি বিধি করোং তুম্হারী । ক্ষমহু নাথ অব চূক হমারী ॥
শংকর হো সংকট কে নাশন । মংগল কারণ বিঘ্ন বিনাশন ॥
যোগী যতি মুনি ধ্যান লগাবৈং । শারদ নারদ শীশ নবাবৈং ॥
নমো নমো জয় নমঃ শিবায় । সুর ব্রহ্মাদিক পার ন পায় ॥
জো যহ পাঠ করে মন লাঈ । তা পর হোত হৈং শম্ভু সহাঈ ॥
রনিয়াং জো কোঈ হো অধিকারী । পাঠ করে সো পাবন হারী ॥
পুত্র হোন কী ইচ্ছা জোঈ । নিশ্চয় শিব প্রসাদ তেহি হোঈ ॥
পণ্ডিত ত্রয়োদশী কো লাবে । ধ্যান পূর্বক হোম করাবে ॥
ত্রয়োদশী ব্রত করৈ হমেশা । তন নহিং তাকে রহৈ কলেশা ॥
ধূপ দীপ নৈবেদ্য চঢ়াবে । শংকর সম্মুখ পাঠ সুনাবে ॥
জন্ম জন্ম কে পাপ নসাবে । অন্ত ধাম শিবপুর মেং পাবে ॥
কহৈং অয়োধ্যাদাস আস তুম্হারী । জানি সকল দুখ হরহু হমারী ॥
নিত নেম উঠি প্রাতঃহী পাঠ করো চালীস ।
তুম মেরী মনকামনা পূর্ণ করো জগদীশ ॥
অথ ত্রিগুণ আরতী শিবজী কী
জয় শিব ওংকারা হর জয় শিব ওংকারা
ব্রহ্মা বিষ্ণু সদাশিব অর্ধাংগী ধারা ॥ টেক॥
একানন চতুরানন পংচানন রাজে
হংসানন গরুডাসন বৃষবাহন সাজে ॥ জয়॥
দো ভুজ চার চতুর্ভুজ দস ভুজ অতি সোহে
তীনোং রূপ নিরখতা ত্রিভুবন জন মোহে ॥ জয়॥
অক্ষমালা বনমালা রুণ্ডমালা ধারী
চংদন মৃগমদ সোহৈ ভালে শশিধারী ॥ জয়॥
শ্বেতাংবর পীতাংবর বাঘংবর অংগে
সনকাদিক গরুডাদিক ভূতাদিক সংগে ॥ জয়॥
কর মধ্যে সুকমণ্ডল চক্র ত্রিশূল ধর্তা
জগকর্তা জগভর্তা জগসংহারকর্তা ॥ জয়॥
ব্রহ্মা বিষ্ণু সদাশিব জানত অবিবেকা
প্রণবাক্ষর ওঁ মধ্যে যে তীনোং একা ॥ জয়॥
কাশী মেং বিশ্বনাথ বিরাজত নন্দো ব্রহ্মচারী
নিত উঠি ভোগ লগাবত মহিমা অতি ভারী ॥ জয়॥
ত্রিগুণ স্বামী কী আরতী জো কোঈ নর গাবে
কহত শিবানংদ স্বামী মনবাংছিত ফল পাবে ॥ জয়॥
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊