কোচবিহারে হকি খেলার গুণগতমান উন্নত করতে উদ্যোগ গ্রহন 

player with hockey stick



কোচবিহারঃ 

রাজ আমল থেকেই খেলাধুলা চর্চায় অনেকটাই এগিয়ে কোচবিহার। অন্যান্য সমস্ত খেলার মতই প্রতিদিন হকি খেলার চর্চাও করা হয়ে থাকে এখানে। কিন্তু অতীতের দিনগুলিতে লক্ষ করলে দেখা যাবে, হকি খেলায় কোচবিহারের মান তেমন নাম করে ওঠেনি। তাই সেই অতীতের ব্যর্থতাকে ঘোচাতেই নতুন উদ্যোগ গ্রহণ করেছে 'কোচবিহার হকি' (Coochbehar Hockey)।



কোচবিহারে হকি খেলার পটভূমি তৈরি করতে বেঙ্গল হকি অ্যাসোসিয়েশনের সাথে সংযুক্ত ভাবে কোচবিহার জেলায় হকি খেলার গুণগতমান আরও উন্নত করে তুলতে হকি খেলার ৭দিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করলো "কোচবিহার হকি" (Coochbehar Hockey)।



রবিবার দুপুরে কোচবিহার ঢাংডিংগুড়ি বিদ্যালয়ের মাঠে এই শিবিরের (Coochbehar Hockey) সূচনা করেন আই এন টি টি ইউসির নেতা পরিমল বর্মন।