Latest News

6/recent/ticker-posts

Ad Code

Madrasha Teacher: মাদ্রাসা শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সুখবর শোনালো সুপ্রিম কোর্ট

Madrasha Teacher: মাদ্রাসায় কমিটির মাধ্যমে নিযুক্ত শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সুখবর শোনালো সুপ্রিম কোর্ট




মাদ্রাসায় (Madrasha) কমিটির মাধ্যমে নিযুক্ত শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা দীর্ঘ দিন চাকরি করেও বেতন পাচ্ছিলেন না তাঁদের জন্য সুখবর শোনালো সুপ্রিম কোর্টে (Supreme Court) র বিচারপতি উদয় উমেশ ললিতের নেতৃত্বাধীন বেঞ্চ। সুপ্রিম কোর্টের বিচারপতি উদয় উমেশ ললিতের নেতৃত্বাধীন বেঞ্চ নির্দেশ দেন, মাদ্রাসায় কমিটির মাধ্যমে নিযুক্ত শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের অবিলম্বে বকেয়া বেতন সহ CURRENT SALARY দিতে হবে।



এই নির্দেশ কার্যকারী হলে উপকৃত হতে পারেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মাদ্রাসায় নিযুক্ত শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী, যারা দীর্ঘ দিন ধরে চাকরি করেও বেতন পাচ্ছিলেন না।



২০২০ সালের ৬ই জানুয়ারি শীর্ষ আদালতের বিচারপতি অরুন মিশ্র এবং উদয় উমেশ ললিতের বেঞ্চ নির্দেশ দেয়, মাদ্রাসা ম্যানেজিং কমিটি নিজেদের প্রয়ােজনে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী নিয়োগ করে থাকলে তা বৈধতা পাবে। তবে এরপর থেকে নিয়ােগের পুরাে দায়িত্ব থাকবে মাদ্রাসা সার্ভিস কমিশনের হাতে।



শিক্ষিকা মামনি শাসমল বনাম পূর্ব মেদিনিপুরের জেলা শিক্ষা পরিদর্শক চপেশ্বর সর্দারের মামলার শুনানি শেষে সর্বচ্চ আদালত এই রায় দিয়েছে।



পশ্চিম মেদিনিপুরের একটি মাদ্রাসায় কর্মরত ৯ জন শিক্ষক,শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর বকেয়া বেতন ২,২৪,৭৮,৮৭৮ টাকা দুই সপ্তাহের মধ্যে পরিশােধ করে Compliance report শীর্ষ আদালতে জমা করা হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। এই আদেশ অমান্য করলে আদালত অবমাননার দায়ে পড়তে হতে পারে রাজ্যকে। উত্তর ২৪ পরগনার অন্য একটি মাদ্রাসায় কর্মরত আজাদ মন্ডল নামে একটি শিক্ষাকর্মীকেও একই নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code