Latest News

6/recent/ticker-posts

Ad Code

Adventure Tourism Policy : হোম স্টে মডেলেই নয়া অ্যাডভেঞ্চার ট্যুরিজম পলিসি আনার উদ্যোগ নিয়েছে রাজ্য

হোম স্টে মডেলেই  নয়া অ্যাডভেঞ্চার ট্যুরিজম পলিসি আনার উদ্যোগ নিয়েছে রাজ্য

river rafting
picture: tripadvisor


দীর্ঘ লকডাউনের পর দার্জিলিং (darjeeling) পর্যটকদের কাছে আবার আকর্ষনের কেন্দ্র হয়ে উঠছে। দার্জিলিং (darjeeling) মানেই শুধু প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ নয়, এখন দার্জিলিংএ (darjeeling) ‘রিভার র‌্যাফটিং’ থেকে শুরু করে ‘মাউন্টেন বাইকিং’ এবং ‘প্যারাগ্লাইডিং’—অ্যাডভেঞ্চারের সব উপকরণ পাওয়া যাচ্ছে । আর এই অ্যাডভেঞ্চার ট্যুরিজমে বিশেষ নজর দিতে চলেছে রাজ্য। চালু হতে যাচ্ছে  Adventure Tourism Policy । 


জানা যাচ্ছে রাজ্য সরকার দার্জিলিং (darjeeling) এর  যুবক-যুবতীদের স্বনির্ভর হওয়ার আরও একটি পথ খুলে দিতে চাইছে  অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে কেন্দ্র করে। এই নয়া প্রকল্প চালু হলে রাজ্যের তরফ থেকে তাঁদের স্বনির্ভর করতে দেওয়া হবে আর্থিক সহয়তা। পাশাপাশি, অ্যাডভেঞ্চার স্পোর্টসে এখানকার ছেলে- মেয়েদেরর দক্ষতা প্রসারেরও ব্যবস্থা করা হবে। শুধু তাই নয়, প্রশিক্ষণ শেষে তাঁদের নিজের নিজের এলাকায় অ্যাডভেঞ্চার ট্যুরিজম নিয়ে কাজ করে রোজগারের সুযোগ করে দেবে রাজ্য। 


মূলত হোম-স্টে’র মডেলেই এই নতুন অ্যাডভেঞ্চার ট্যুরিজম পলিসি আনার উদ্যোগ নিয়েছে রাজ্য। এরফলে দার্জিলিং (darjeeling) এর পর্যটকদের কাছে আরও আকর্ষনীয় হয়ে উঠবে। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code