HS Result 2022 - উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০২২
![]() |
HS Result 2022 |
অপেক্ষার অবসান। অবশেষে মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকের ফলাফল (HS Result 2022) ঘোষনার পালা। ১০ জুন সকাল ১১ টায় রবীন্দ্র মিলন মঞ্চে সাংবাদিক বৈঠকের মধ্যদিয়ে এবছরের উচ্চমাধ্যমিকের ফলাফল (HS Result 2022) ঘোষণা হবে। তবে ইতিমধ্যে শুরু হয়েছে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন। এরফলে রেজাল্ট (HS Result 2022) প্রকাশের সাথে সাথে আপনার রেজাল্ট চলে আসবে আপনার মোবাইলে।
হোম ভ্যেনুতে পরীক্ষা হওয়া এবারের উচ্চমাধ্যমিকের ফলাফল (HS Result 2022) নিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন-আগামী ১০ই জুন প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল (HS Result 2022) । তবে ছাত্রছাত্রীরা সকাল ১১ টা ৩০ মিনিট থেকে অনলাইনে নিজেদের রেজাল্ট (HS Result 2022) জানতে পারবে।
আগামী ১০ই জুন শুক্রবার উচ্চ মাধ্যমিক ২০২২- (WB HS RESULT 2022) এর ফল প্রকাশ করার কথা ঘোষনা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) । সকাল সাড়ে এগারোটা থেকে অনলাইনে ফল দেখা যাবে বলেই জানা গিয়েছিল। কিন্তু তারিখ ঠিক থাকলেও সময় পরিবর্তন করলো সংসদ। সকাল সাড়ে এগারোটা নয় দুপুর ১২টা থেকে অনলাইনে দেখা যাবে ফল (HS Result 2022)।
পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় ১০ জুন প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফল (WB HS Result 2022)। গত ২ এপ্রিল উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয় রাজ্যে। ২৭ এপ্রিল ছিল শেষ পরীক্ষা। এ বারে পরীক্ষায় বসতে নাম নথিভুক্ত করেন ৭ লক্ষ ৪৫ হাজার জন পরীক্ষার্থী। এ বছর ছাত্রদের থেকে প্রায় ৭১ হাজার বেশি ছাত্রী পরীক্ষায় বসেন।
কোথায় করবেন মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন? যাতে ফলাফল প্রকাশের সাথে সাথে আপনার মোবাইলেই চলে আসবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট (HS Result 2022)। নীচের লীঙ্কে ক্লিক করুন -
Tag:
#WBCHSEResult2022 #WestBengalHSResult2022 #WBclass12result #HighersecondaryResult #BoardExamResult #WBCHSEClass12Result
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊