Latest News

6/recent/ticker-posts

Ad Code

Mamata Banerjee: বাড়বে পদসংখ‍্যা, WBCS অফিসারদের জন‍্য একাধিক ঘোষনা মুখ‍্যমন্ত্রীর

Mamata Banerjee: বাড়বে পদসংখ‍্যা, WBCS অফিসারদের ভাতা বাড়ার ঘোষনা মুখ‍্যমন্ত্রীর 

Mamata Banerjee



বৃহস্পতিবার টাউন হলের উদ্বোধনে রাজ‍্যের -WBCS অফিসারদের নিয়ে একাধিক ঘোষনা করলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়। পাশাপাশি অফিসারদের প্রশংসাও করলেন মুখ‍্যমন্ত্রী। বিশেষ করে পুরুলিয়া, বীরভূম ও পূর্ব মেদিনীপুরের ডিএমের নাম উল্লেখ করেন তিনি।




এদিন মমতা বন্দোপাধ‍্যায় বলেন, “কোভিড কাল থেকে WBCS অফিসাররা খুব ভাল কাজ করেছেন। আমলারাই সরকারের আসল মুখ। আমার নজরে রয়েছে কারা কীভাবে কাজ করছেন। আগামীতে জেলা বাড়ানো হবে।”



এদিন জেলা বাড়ানোর ঘোষনার পাশাপাশি -WBCS -এ পদ বাড়ানোর কথাও জানালেন তিনি।



মুখ‍্যমন্ত্রী এদিন জানান, -WBCS অফিসারদের বিশেষ ভাতা ১২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০০ টাকা করা হল। পাশাপাশি তিনি আরো জানান যে অফিসাররা বেতনের উর্ধ্বসীমায় পৌঁছে গিয়েছেন, তাঁদের বিশেষ ভাতা হিসেবে দেওয়া হবে ১০,০০০ টাকা। এছাড়া প্রতিবছর স্বাস্থ্য পরীক্ষা করা হবে WBCS অফিসারদের।



একাধিক ঘোষনার পাশাপাশি এদিন কেন্দ্রকে তোপ দেগে তিনি বলেন, “কেন্দ্র প্রয়োজন মতো IAS দিচ্ছে না। রাজ্যের পাওনা টাকা দিচ্ছে না। একাধিকবার এ বিষয়ে কথা বলেও কোনও লাভ হয়নি। পাওনা টাকা থেকে বঞ্চিত হচ্ছে বাংলা।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code