Today News: করোনা আতঙ্কে কাঁপছে উত্তর কোরিয়া, লকডাউনের নির্দেশ কিম সরকারের
এবার করোনা সংক্রমণ উত্তর কোরিয়াতে। উত্তর কোরিয়ার জাতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুসারে জানা গিয়েছে পিয়ংইয়ং শহরে একজন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। তার শরীরের মিলেছে ওমিক্রনের উপপ্রজাতি।
আর তার জেরেই লক ডাউনের ঘোষণা করেছে উত্তর কোরিয়া। এর আগে বৃহস্পতিবার, চিনের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে যে উত্তর কোরিয়া ১১ মে থেকে দেশে লক ডাউনের সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে। দেশে “সন্দেহজনক ফ্লুর লক্ষণ” বাড়তে থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তারা মনে করছেন প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া এবং চিনে ওমিক্রনের সংক্রমণ ব্যাপক ভাবে ছড়িয়ে পড়তেই লকডাউনের নির্দেশ দিয়েছে সেদেশের প্রশাসন।
তবে বার্তা সংস্থা এপির খবর অনুসারে, উত্তর কোরিয়ায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন। প্রচণ্ড জ্বর এবং কোভিড উপসর্গে ভুগছেন আরও সাড়ে ৩ লাখ মানুষ। যাদের মাঝে এক লাখ ৮৭ হাজার বাসিন্দাকে রাখা হয়েছে আইসোলেশনে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊