Nusrat Jahan: নুসরতের বিকিনি লুকে কুপোকাত নেট নাগরিক
খবরের শিরোনামে বরাবরই থাকেন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান। নিজের বিয়ে থেকে শুরু করে সংসার তারপর বিয়ে নয় লিভ ইন। এরপর নতুন প্রেমিক, আবার সন্তান সর্বদা লাইমলাইটে থাকেন নুসরত।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একগুচ্ছ বিকিনি পড়া ছবি শেয়ার করেছেন নুসরত। আর যা দেখে কুপোকাত নেট নাগরিকরা।
যশ ও নুসরতের প্রেমকাহিনী নিয়ে কম জলঘোলা হয়নি। তবে সব পেরিয়ে তাঁরা আজ সুখী দম্পতি। চুটিয়ে সংসার করছেন ঈশানের বাবা-মা।
সম্প্রতি যশের সঙ্গেই একটি শুটে ব্যাংকক গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে সমুদ্র সৈকতে বিকিনিতে ঝড় তোলেন নায়িকা।
তিনি কার্ড শেয়ার করেছেন যেখানে লেখা যাঁরা তোমার জীবনে সঠিক ব্যক্তি তাঁরা চাইবে তুমি উন্নতি করো। তাঁদের উপস্থিতিতে তুমি নিরাপদ অনুভব করবে। তাঁরা তোমায় শান্তি দেবে। তাঁরা কখনোই তোমাকে ভালোবাসাহীন হতে দেবে না।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊