অসুস্থ স্ত্রীকে ঠেলা গাড়িতে করে চার কিমি ঠেলে  হাসপাতালে নিয়েও শেষ রক্ষা করতে পারলো না স্বামী 


viral video





টাকার অভাবে, চিলকাহার ব্লকের বাসিন্দা শুকুল রাজভরের 28 শে মার্চ তার অসুস্থ স্ত্রীকে ঠেলা গাড়ি করে চার কিলোমিটার দূরে চিলকাহার পিএইচসিতে নিয়ে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। চিলকাহার থেকে রেফার করার পর শুকুল ব্যক্তিগতভাবে স্ত্রীকে জেলা হাসপাতালে নিয়ে গেলেও স্ত্রীর জীবন বাঁচাতে পারেননি।




শুকুল রাজভারের স্ত্রী যোগিনী দেবী (৫৫) অসুস্থ ছিলেন। ২৮ শে মার্চ, অবস্থা গুরুতর হয়ে উঠলে, শুকুল তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়ির খোঁজ করেন, কিন্তু পাননি। এরপর স্ত্রীকে নিয়ে হাতের গাড়িতে করে চিলকাহারে যান তিনি।




চিকিৎসকেরা যোগিনী দেবীর অবস্থা আশঙ্কাজনক বলে জেলা হাসপাতালে রেফার করেন। সেখান থেকে শুকুল তার স্ত্রীকে ব্যক্তিগতভাবে জেলা হাসপাতালে নিয়ে গেলেও মারা যান। এই ঘটনার ছবি টুইটারে আপলোড হওয়ার পরে, প্রশ্ন উঠছে যে শুকুল যখন চিলাখার সরকারি হাসপাতালে পৌঁছান তখন কেন সেখানে অ্যাম্বুলেন্স দেওয়া হয়নি।




চিলকাহার পিএইচসি ইনচার্জ প্রশান্ত কুমার জানান, শুকুল রাজভর অ্যাম্বুলেন্স ডাকেননি।