১০ লক্ষ চাকরির সুযোগ ভারত-অস্ট্রেলিয়া নয়া বাণিজ্য চুক্তি বিপুলে কর্মসংস্থানে আশা বাণিজ্য ও শিল্পমন্ত্রীর
ভারত-অস্ট্রেলিয়া স্বাক্ষরিত হল নয়া বাণিজ্য চুক্তি। আর চুক্তির জের বিপুল কর্মসংস্থান আশা করছেন দেশের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূশ গোয়েল। নতুন এই চুক্তিকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)।
শনিবার একটি ভারচুয়াল অনুষ্ঠানে দুই দেশের বাণিজ্যমন্ত্রীদের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও অস্ট্রেলিয়ার (Australia) প্রধানমন্ত্রী স্কট মরিসনের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রধানমন্ত্রী বলেছেন, ”আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। এই চুক্তির ফলে আমরা ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থিতাবস্থায় অবদান রাখতে পারব। পাশাপাশি পারস্পরিক সহায়তার জায়গাটিকে আরও মজবুত করা সম্ভব হবে।”
বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূশ গোয়েল বলেন, ”আমার আশা করছি আগামী ৪-৫ বছরের মধ্যেই দেশে ১০ লক্ষ চাকরির সুযোগ বাড়বে। ভারতীয় শেফ ও যোগ প্রশিক্ষকদের জন্য নতুন নতুন সুযোগ তৈরি হবে।”
নতুন চুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও। তিনি জানিয়েছেন, ”এই চুক্তি বিশ্বের দ্রুততম বর্ধিষ্ণু অর্থনীতির দরজা খুলে দেবে অস্ট্রেলিয়ার কৃষক ও উৎপাদক ও অন্যদের জন্য।”
শিক্ষা, প্রযুক্তি ও অন্যান্য ক্ষেত্রের লাভবান হওয়ার বিষয়েও আশা করছেন ভারতের প্রধানমন্ত্রী এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊