SSC Scam Case : SSC দুর্নীতি মামলায় স্বস্তি পার্থর, বাড়ল CBI -এ হাজিরার স্থগতিদেশের মেয়াদ, কতদিন?



Partha Chaterjee




SSC দুর্নীতি মামলায় অবশেষে স্বস্তি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ‍্যায়ের। গতকাল SSC মামলায় পার্থ চট্টোপাধ‍্যায়কে সিবিআইয়ে হাজিরার নির্দেশ দেয় আদালত। পাশাপাশি উডবার্ন ওয়ার্ডে ভর্তির নিষেধাজ্ঞা, চাইলে গ্রেফতারি। এরপরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের সেই রায়ে স্থগিতাদেশ দেয়। আজ সকাল ১০টা ৩০ পর্যন্ত ছিল স্থগতিদেশ। হয় শুনানি।




আজ সিবিআই দফতরে হাজিরার নির্দেশে স্থগিতাদেশের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আরও ৪ সপ্তাহ বাড়ল স্থগিতাদেশের মেয়াদ। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আদালতের নির্দেশ ছাড়া নিয়োগ-দুর্নীতি মামলায় সিবিআই কোনও পদক্ষেপ নিতে পারবে না। ১৩ মে পরবর্তী শুনানি। পাশপাশি ১৩ই মে পর্যন্ত SSC সংক্রান্ত সব মামলার শুনানি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় সিঙ্গল বেঞ্চকে।




নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মোট ছটি মামলার ক্ষেত্রে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সবকটির ক্ষেত্রেই একই নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের।




কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন অনুসন্ধান কমিটি SSC GROUP D মামলায় রিপোর্ট পেশের পরেই পার্থ চট্টোপাধ‍্যায়কে সিবিআইয়ে হাজিরার নির্দেশ দেয় আদালত।