IPL 2022: ব্যাটে-বলে ঝড়, বেঙ্গালুরুকে হারিয়ে পঞ্চম ম্যাচে প্রথম জয় চেন্নাইয়ের
ব্যাটে-বলে ঝড়, বেঙ্গালুরুকে হারিয়ে পঞ্চম ম্যাচে প্রথম জয় চেন্নাইয়ের। টানা চার বারের আইপিএল চ্যাম্পিয়ন ২০২২ -র আইপিএলের প্রথম চার ম্যাচেই হার। অবশেষে আরসিবির বিরুদ্ধে চতুর্থ ম্যাচে ব্যাটে বলে ঝড় তুলে জয় ছিনিয়ে নিল জাদেজার নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস।
শুরুতে ঋতুরাজের (১৭) উইকেটটি তুলে নিয়ে চেন্নাই টপ অর্ডারে ধাক্কা দেওয়ার চেষ্টা করেন জস হ্যাজলউড। ৩ রানে করে রান আউট হয়ে মঈন আলিও ফেরেন প্যাভিলিয়নে। কিন্তু তারপর খেলার মোড় ঘুরিয়ে দেন উথাপ্পা ও দুবে। ৫০ বলে ৮৮ রান করে হাসারাঙ্গার ডেলিভারিতে কোহলির হাতে ক্যাচ তোলে উথাপ্পা। উত্থাপ্পার ৮৮ রানের ইনিংসে ছিল ৪টি চার এবং ৯টি ছয়। শিবম দুবে ৪৬ বলে ৯৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।৫টি চার এবং ৮টি ছয় দিয়ে সাজানো দুবের ইনিংস। দুই ব্যাটারের তাণ্ডবেই চেন্নাই ৪ উইকেটে ২১৬ রানের বড় ইনিংস গড়ে। ব্যাঙ্গালোরের ওয়ানিন্দু হাসারাঙ্গা ২ উইকেট নিয়েছেন। জোস হ্যাজেলউড নিয়েছেন ১ উইকেট।
ব্যাট করতে নেমেই বড় ধাক্কা খায় ব্যাঙ্গালোর। মাত্র ৮ রান করে আউট হন ফ্যাফ। ৩ বল খেলে ১ রান করে সাজঘরে ফেরেন বিরাট কোহলি। অনুজ রাওয়াত ১২ রান করে আউট হন। গ্লেন ম্যাক্সওয়েল ১১ বলে ২৬ করে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হন। দলের খারাপ সময়ে ছয় নম্বরে ব্যাট করতে নেমে ১৮ বলে ৩৪ করেন সুয়াশ। দীনেশ কার্তিক নামলে শাহবাজ তাঁর সঙ্গে জুটি বাঁধেন। কিন্তু ২৭ বলে ৪১ করে থিকসানার বলে বোল্ড হন শাহবাজ। ১৪ বলে ৩৪ করে ডোয়েন ব্র্যাভোর বলে জাদেজার হাতে ক্যাচ দিয়ে আউট হন কার্তিক। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৩ রানে শেষ হয়ে যায় ব্যাঙ্গালোরের । রবীন্দ্র জাদেজা এ দিন বল হাতে ৩ উইকেট তুলে নেন। ৪ উইকেট নেন মহেশ থিকসানা। এ ছাড়া মুকেশ চৌধুরী এবং ডোয়েন ব্র্যাভো ১টি করে উইকেট নিয়েছেন। ২৩ রানে জয় হয় চেন্নাইয়ের।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊