সুষ্ঠ ভাবে শুরু হল ২০২২ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা
রামকৃষ্ণ চ্যাটার্জী:-
আজ শনিবার ২রা এপ্রিল, শুরু হয়ে গেল ২০২২ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা।সকাল সাড়ে নটার সময় পরীক্ষার্থীদের একে একে স্কুলে প্রবেশ করতে দেখা গেল।
আজকে প্রথম পরীক্ষা বাংলা, সকাল ১০ টা থেকে দুপুর ১.১৫ মিনিট পর্যন্ত চলে এই পরীক্ষা । আর প্রতি পরীক্ষার দিন তাইই চলবে।
তবে এ বছরের উচ্চমাধ্যমিক হোম সেন্টার পরীক্ষা আরও ভালো হওয়ার কথা।
আজ থেকে রাজ্যে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা তাই প্রতি বছরের মতো এই বছরও জামুড়িয়া ব্লক(১) তৃণমূল ছাত্র পরিষদ ছাত্র-ছাত্রীর সাহাযার্থে বোগড়া বিবেকানন্দ মিশন হাই স্কুল প্রাঙ্গণে শুভেচ্ছা বিনিময় করলো। এদিন জলের বোতল, কলম, শুভেচ্ছাবার্তা এবং ফাইল তুলে দেওয়া হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে। উপস্থিত ছিলেন ছাত্রনেতা পিন্টু কুমার দত্ত,জয়দ্বীপ রুইদাস,সমীর, গোবর্ধন রুইদাস,সহ ব্লক ছাত্র নেতৃত্ব, এছাড়াও ছিলেন স্থানীয় শ্রমিক নেতা তারকেশ্বর সিং, রাজু মাজি সহ স্থানীয় নেতৃত্ব।
এই প্রসঙ্গে ছাত্র নেতা পিন্টু কুমার দত্ত বলেন প্রত্যেক পরীক্ষার্থীদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং এই পরীক্ষায় ভালো ফল করে জীবনে অনেক উন্নতি লাভ করুক সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি।
আসানসোলের বার্নপুর শান্তিনগর স্কুলেও দেখা গেল ছাত্র ছাত্রীরা কোভিড বিধি মেনেই পরীক্ষার জন্য স্কুলে প্রবেশ করতে।
প্রসঙ্গত, করোনা অতিমারীর জেরে দু'বছর পর ছাত্র ছাত্রীদের নিজেদের স্কুলেই এবার পরীক্ষা নেওয়া হচ্ছে। তাই পড়ুয়ারা অনেকটাই স্বতঃস্ফূর্ত। প্রতিটি কেন্দ্রেই কোভিড বিধিকে মান্যতা দিয়ে আসন সংখ্যা ভাগ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের ১ কিলোমিটারের মধ্যে সমস্ত সাইবার কাফে বন্ধ রাখা হয়েছে। স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছে।
কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে স্কুল ও সংলগ্ন অঞ্চল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊