Breaking : SSC -র 10টি মামলা থেকে সড়ে দাড়ালো বিচারপতি হরিশ ট‍্যান্ডনের ডিভিশন বেঞ্চ



High Court



এসএসসি-র ১০টি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি হরিশ টন্ডন। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম শিক্ষক নিয়োগ মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি। ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়ালেন হরিশ টন্ডন। আজ এসএসসি মামলার শুনানি হওয়ার কথা ছিল হরিশ টন্ডনের বেঞ্চে।



রাজ‍্য স্কুল শিক্ষক নিয়োগ ও গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ নিয়ে একাধিক মামলা রয়েছে হাইকোর্টে। আর হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি হরিশ ট‍্যান্ডনের বেঞ্চেও রয়েছে একাধিক মামলা। আজ একটি মামলার শুনানি। কিন্তু সেই শুনানির আগেই মামলা থেকে সড়ে দাড়ালেন তিনি।




ব্যক্তিগত কারণ দেখিয়ে সব মামলা থেকে অব্যাহতি এই ডিভিশন বেঞ্চের। এই সিদ্ধান্তের ফলে ১০ বিচারধীন মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ চ্যালেঞ্জ করে করা ১০ মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ।




কয়েকদিন আগেই সিঙ্গল বেঞ্চের রায় ডিভিশন বেঞ্চের অযৌক্তিক হস্তক্ষেপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ‍্যায়।প্রশাসনিক নির্দেশও দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, দেশের প্রধান বিচারপতি ও রাজ‍্যের প্রধান বিচারপতির হস্তক্ষেপও চান।