অভাগা যেখানে যায়, সাগর শুকায়ে যায়! শুভেন্দুকে খোঁচা দেবাংশুর
অভাগা যেখানে যায়, সাগর শুকায়ে যায়! বাংলার দুই উপনির্বাচনে বিজেপির ভরাডুবির পর আসানসোলের পর্যবেক্ষক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এভাবেই খোঁচা দিলেন দেবাংশু। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র এবং আসানসোল লোকসভা কেন্দ্রে বিরাট সাফল্য এসেছে তৃণমূল কংগ্রেসের। মুখে অনেক কথা বললেও ভোটের ফলে কার্যত চূর্ণ বিজেপি। এরপরেই এক ফেসবুক পোস্টে শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ করেই খোঁচা তৃণমূলের এই যুব সৈনিক দেবাংশুর।
এদিন তৃণমূল কংগ্রেসের যুবনেতা ফেসবুক পোস্টে লেখেন, ‘ঠাকুমা বলত, অভাগা যেখানে যায়, সাগর শুকায়ে যায়! হঠাৎ মনে পড়ল! কারণ, আসানসোলে বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু অধিকারী। দুঃখের বিষয় আসানসোলে মিটার বক্সটা একটু উঁচুতে ছিল হাত যায়নি বেচারার। তাই নন্দীগ্রামে যেটা করা গিয়েছিল, সেটা আর আসানসোলে করা যায়নি। নন্দীগ্রামে লোডশেডিং করেও তো মাত্র ১২০০–১৩০০ ভোটে জিতেছিলেন। এবার আসানসোলে গিয়ে বিজেপির সাড়ে সর্বনাশ করে দিয়ে এসেছেন তিনি।’
সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে দেবাংশু বলেন, শুভেন্দুর বিজেপিতে যোগ দেওয়ার পরেই এই অবনতি হয়েছে। তার কথায় ফ্রি এবং ফেয়ার ইলেকশন হয়েছে। তার ব্যক্তিগত মতামত, শুভেন্দু অধিকারী বিজেপির জন্য অপয়া। বিজেপির জন্য উনি ব্যাড ইনভেস্টমেন্ট।’
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊