Latest News

6/recent/ticker-posts

Ad Code

Virat Kohli: বিরাট কোহলিকে গার্ড অফার অনার দিল রোহিতের টিম ইন্ডিয়া

Virat Kohli: বিরাট কোহলিকে গার্ড অফার অনার দিল রোহিতের টিম ইন্ডিয়া

Virat Kohli




বিরাট কোহলি নিজের ১০০ তম টেস্ট খেলতে নামার আগার প্রথম দিন টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়ের হাত থেকে শততম টেস্ট ক‍্যাপ নেন। এরপর দ্বিতীয় দিন ফিল্ডিংয়ে নামার আগে কোহলিকে গার্ড অফ অনার দিল রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।




প্রাপ্ত এই সম্মানে উচ্ছ্বসিত তো বটেই, খানিকটা লজ্জিতও দেখায় কোহলিকে। মাথা নিচু করে তিনি সকলের শুভেচ্ছা গ্রহণ করেন। এদিকে করমর্দন করে রোহিতকে কোহলির আলাদা ভাবে করমর্দন করে ধন‍্যবাদ জানাতেও দেখা যায়।




শততম ম্যাচে কোহলি প্রথম ইনিংসে ৪৫ রান করেন, ভারত প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৭৪ রান তুলে ডিক্লেয়ার করে দেয়। রোহিতের নেতৃত্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালিতে টেস্ট খেলছে ভারত।




মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১২ নম্বর ভারতীয় হিসাবে নিজের শততম টেস্ট খেলছেন কোহলি। প্রাক্তন অধিনায়কের এই মাইলস্টোন ম্যাচের আগে থেকেই প্রাক্তন ও বর্তমান তারকারা কোহলিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code