Latest News

6/recent/ticker-posts

Ad Code

Russia-Ukraine War: খারকিভে মৃত মেডিকেল পড়ুয়া নবীনের মৃতদেহ ফিরবে দেশে - মুখ্যমন্ত্রী বাসবরাজ

Russia-Ukraine War: খারকিভে মৃত মেডিকেল পড়ুয়া নবীনের মৃতদেহ ফিরবে ২১ মার্চ

naveen



ইউক্রেনের খারকিভে রাশিয়ার আক্রমনের সময় মৃত্যু হয় মেডিকেল পড়ুয়া ভারতীয় ছাত্র নবীন শেখরাপ্পার। এরপর দ্রুত অন্য ছাত্রদের ইউক্রেন থেকে ফিরিয়ে আনা হলেও নবীনের মৃতদেহ ফিরে পাওয়া যায়নি।


খারকিভ (Kharkiv) মেডিকেল কলেজের পড়ুয়া নবীন শেখরাপ্পার মৃতদেহ কবে হাতে পাওয়া যাবে, তা নিয়ে বার বার প্রশ্ন তুলতে শুরু করেন তাঁর পরিবার।


এবার কর্ণাটকের (Karnataka) মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই জানান, নবীন শেখরাপ্পার মৃতদেহ ২১ মার্চ বেঙ্গালুরু বিমানবন্দরে নিয়ে আসা হবে।


কর্নাটকে হাভেরি জেলায় ছালাগেরি গ্রামে নবীনের বাড়ি। বেঙ্গালুরু থেকে ৩০০ কিলোমিটার দূরে। তাঁর বাবা শেখরাপ্পা গিয়ানাগাউদার প্রাইভেট সংস্থায় চাকরি করতেন। এখন অবসর নিয়েছেন। মা বিজয়লক্ষ্মী বাড়িতেই থাকেন। দাদা হর্ষ পিএইচডি করছেন।

শেখরাপ্পা বলেন, নবীন বাড়িতে ফোন করেছিলেন সোমবার রাত দশটায়। বলেন, পরিস্থিতি খারাপ হলেও নিরাপদে আছেন। মঙ্গলবার সকালেও মাকে ফোন করে কথা বলেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দিনে ৪-৫ বার ফোন করতেন। কেউ ভাবেনি, তাঁর জীবন যেতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code