Latest News

6/recent/ticker-posts

Ad Code

Happy Holi 2025 : Dol Purnima এই শুভ তিথিতে প্রিয়জনদের শুভেচ্ছা জানান ডিজিটাল গ্রেটিংস দিয়ে

dol yatra 2024 : Dol Purnima এই শুভ তিথিতে প্রিয়জনদের শুভেচ্ছা জানান ডিজিটাল গ্রেটিংস দিয়ে 


এখনি DOWNLOAD করুন আর facebook-twitter-instagram এ শেয়ার করুন।


হোলিতে প্রচণ্ডভাবে আবির উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছে মানুষ।




রং, পিচকারি ও গিফট প্যাক কেনার জন্য আজকাল বিপুল সংখ্যক ক্রেতা ইতিমধ্যে বাজারে ভীড় করতে শুরু করেছেন। এতে করে দোকানিদের জীবন যেমন রঙিন হয়ে উঠছে, তেমনি রাস্তার বিক্রেতা ও দোকানদারদের জীবনেও ফিরে আসছে রঙের ছটা।


বহির্বঙ্গে পালিত হোলি (Holi) উৎসবটির সঙ্গে দোলযাত্রা উৎসবটি সম্পর্কযুক্ত। এই উৎসবের অপর নাম বসন্ত উৎসব।



dol yatra 2022 : Dol Purnima
download

ফাল্গ‌ুন মাসের পূর্ণিমা তিথিতে দোল যাত্রা অনুষ্ঠিত হয়। ভগবান রাঁধা-কৃষ্ণ এই দিন পুজিত হয়। বাঙালি হিন্দুদের দোলযাত্রাটি রাঁধা কৃষ্ণকে ঘিরেই, তাকে দোলায় বসিয়ে ওই দিনে পূজা পার্বণ করা হয়। দোল পূর্ণিমার মূল আকর্ষণ আবির।


এই দিনটি আবিরের রঙে রাঙিয়ে দেওয়ার দিন। দোলের পরের দিন হোলি উৎসব। হোলি হল রঙের উৎসব।


আরও Free digital greetings download করতে click করুন- Download

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code