কলেজ ছাত্রী তুহিনা খাতুনের মৃত্যুর ঘটনায় ফের গ্রেপ্তার এক মহিলা





সঞ্জিত কুড়ি,পূর্ব বর্ধমান সদর :-


বর্ধমান 27 নং ওয়ার্ডে তুহিনা খাতুন এর মৃত্যুর ঘটনায় ফের গ্রেপ্তার এক মহিলা।

গত ২রা ফেব্রুয়ারি বর্ধমান পৌরসভার পৌর নির্বাচনের ফলাফল প্রকাশের পরই তৃণমূল কংগ্রেস অপর গোষ্ঠি সেখ বসির আহমেদের অনুগামীদের হাতে আক্রান্ত হয়ে নিজের ঘড়ে আত্মহত্যা করেন কলেজ ছাত্রী তুহিনা খাতুন।



তাকে মারধোরের পাশাপাশি তার শ্লীলতাহানি করে তৃণমূলের অপর গোষ্ঠীর কর্মীরা। এমনই অভিযোগ করেন মৃতার পরিবারের লোকজন।



এই ঘটনার পর ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর সেখ বসির আহমেদ সহ প্রায় 14 জনের নামে বর্ধমান সদর থানায় অভিযোগ দায়ের করেন তার পরিবারের লোকজন।মৃতার পরিবারের অভিযোগের ভিত্ততে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন মহিলাকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ।একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাতে নূরনেহা বিবি নামে এক তৃণমূল কংগ্ৰেস কর্মী তথা ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলার সেখ বসির আহমেদের অনুগামীকে গ্ৰেফতার করে বর্ধমান থানার পুলিশ। শনিবার তাকে আদালতে পেশ করা হয়।



পূর্ব বর্ধমান জেলার মুখপাত্র প্রশেনজিৎ দাস বলেন পুলিশ পুলিশের কাজ করছেন।অভিযোগ আছে অভিযোগের তদন্তকরে গ্ৰেফতার করে তাদের শ্বাস্তি দেবে।এটা কোন গোষ্টি সংঘর্ষ নয়,নিজেদের কোন আক্রোশের কারনে এই ঘটনা বলে দাবী করেন প্রশেনজিৎ দাস।