Latest News

6/recent/ticker-posts

Ad Code

44 লক্ষ টাকা ব‍্যায়ে তৈরি হচ্ছে রাস্তা, উদ্বোধন করলেন মন্ত্রী

44 লক্ষ টাকা ব‍্যায়ে তৈরি হচ্ছে রাস্তা, উদ্বোধন করলেন মন্ত্রী 





জলপাইগুড়ি, জয়ন্ত বর্মন : 


নবগঠিত ক্রান্তি ব্লকের চাপাডাঙ্গা গ্ৰাম পঞ্চায়েত এলাকায় শনিবার একটি রাস্তার কাজের শিলান্যাস হলো। এদিন এই রাস্তার কাজের শিলান্যাস করেন অনগ্ৰসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলু চিক বড়াইক। রাস্তা শিলান্যাস উপলক্ষে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়। 




যেখানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়, বিডিও প্রবীর কুমার সিনহা,স্থানীয় গ্ৰাম পঞ্চায়েত প্রধান নন্দিতা মল্লিক, সমাজসেবী তথা গ্ৰাম পঞ্চায়েত সদস্য মেহেবুব আলম সহ অনেকে।




জানা গেছে, ক্রান্তি ব্লকের চাপাডাঙ্গা গ্ৰাম পঞ্চায়েতের ধনতলা পুরাতন হাট থেকে ধনতলা আপার প্রাইমারি স্কুল পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তার দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। এরপর স্থানীয় গ্ৰাম পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত সমিতির সভাপতি বিষয়টি অনগ্ৰসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলু চিক বড়াইককে জানান। 



এরপর এদিন আদিবাসী উন্নয়ন দপ্তরের আর্থানুকূলে প্রায় ৪৪ লক্ষ ব্যায়ে রাস্তাটির শিলান্যাস করা হলো। এরফলে এলাকার কয়েক হাজার মানুষ উপকৃত হবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code