Latest News

6/recent/ticker-posts

Ad Code

মোবাইলে আসক্ত ছাত্রছাত্রী, স্কুলে উপস্থিতির হার কম!

মোবাইলে আসক্ত ছাত্রছাত্রী, স্কুলে উপস্থিতির হার কম!






সঞ্জিত কুড়ি :- 


মোবাইলে আসক্ত হওয়ার কারনে স্কুলে ছাত্র ছাত্রীদের সংখ্যা কম। অনুমান শিক্ষক শিক্ষিকাদের।




রাজ্য সরকারের নির্দেশ মতো স্কুল, কলেজ খোলা হলেও ছাত্র ছাত্রীর সংখ্যা নগন্য।কোনো কোনো ক্লাসে দশ জন তো কোনো ক্লাসে ত্রিশ জন। করোনা এবং অনলাইনে ক্লাস করার কারনে স্কুলে আসার অনীহা বলে মনে করেন অনেক শিক্ষক শিক্ষিকারা।




করোনার কারনে প্রায় দুই আড়াই বছর ধরে রাজ্যের সমস্ত স্কুল পাঠ বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে সমস্ত স্কুল খোলার নির্দেশ দেন রাজ্য শিক্ষা দপ্তর। রাজ্যের শিক্ষা দপ্তরের নির্দেশ মতো স্কুল খোলা হলেও ছাত্র ছাত্রীদের তেমন ভাবে দেখাযায়নি।




করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউতে স্কুল খুলেও বন্ধ হয়ে যায় পঠন-পাঠন। বৃহস্পতিবার ফের খুললো স্কুলের দরজা। এদিন স্কুলে পা দিল অষ্টম থেকে দ্বাদশ শ্রেনীর পড়ুয়ারা। তাদের জন্য তৈরী ক্লাস রুম থেকে প্র‍্যাক্টিক্যাল রুম। থার্মাল-গান ও স্যানিটাইজার ব্যবহার পাশাপাশি সকলে মাস্ক ব্যবহারে জোড় দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ১৫বছরের নীচে ছেলেমেয়েদের জন্য টিকা আসেনি বলে অভিভাবকদের অনুমতির চিঠি স্কুলে জমা দিতে হবে। এতদিন পর স্কুল খোলায় কার্যত খুশি পড়ুয়ারা। 



 বাড়িতে থেকে অনলাইন ক্লাস করায় গৃহবন্দী জীবন হয়ে গিয়েছিল তাদের, স্কুল খোলায় আগের মতো বন্ধুদের সাথে গল্প,মাঠে খেলা ও পড়াশোনা সবই হবে বলে জানাচ্ছে পড়ুয়ারা। অবিভাবকদের দাবী, ঘরে বসে অনলাইন পড়াশোনা করতে গিয়ে ছেলেমেয়েরা মোবাইল ফোনে আসক্ত হয়ে পরেছিল। স্কুল খোলায় পড়াশোনার সাথে মোবাইল আসক্তি কেটে যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code