Latest News

6/recent/ticker-posts

Ad Code

Mia Khalifa: পর্ণ স্টার মিয়া খালিফার মৃত্যুর খবর ঘিরে ব্যাপক চাঞ্চল্য

Mia Khalifa: পর্ণ স্টার মিয়া খালিফার মৃত্যুর খবর ঘিরে ব্যাপক চাঞ্চল্য 


Mia Khalifa




জনপ্রিয় পর্নস্টার মিয়া খালিফার (Mia Khalifa) হঠাৎই প্রয়াণের খবর ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। মিয়ার (Mia Khalifa) অফিসিয়াল ফেসবুক পেজ বদলে গেছে মেমোরিয়ালে। সেই প্রোফাইলে লেখা রয়েছে, 'আমরা আশা করি যাঁরা মিয়া খালিফাকে ভালোবাসতেন তাঁরা ওঁর স্মৃতিতে এই প্রোফাইল দেখতে পারেন ও তাঁর জীবন সেলিব্রেট করতে পারেন'। এই বার্তা দেখেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মিয়াঁর অগণিত ফ্যানদের মধ্যে। 


এদিকে মিয়ার (Mia Khalifa) ফেসবুক প্রোফাইলে ক্লিক করলে কোনও পোস্ট দেখাচ্ছিলো না। এমনকি টাইমলাইনে চোখ রাখলে দেখা যাচ্ছে একটাই পোস্ট। নেটিজেনদের অনেকেরই মত, হয়তো অ্যাকটিভ না থাকার কারণেই মিয়ার প্রোফাইলটি মেমোরিয়াল বানিয়ে দিয়েছে ফেসবুক। 

তবে এইসব ধোঁয়াশা পরিষ্কার করলেন মিয়া নিজেই। নিজেকে নিয়ে একটি মিম শেয়ার করে মিয়া জানান দেন যে, এখনও জীবিত তিনি। ১৯৭৫ সালের ছবি মন্টি পাইথন অ্যান্ড হলি গ্রেল ছবির একটি স্টিল শেয়ার করেন তিনি, যেখানে লেখা 'আমি এখনও জীবিত, আমি ভালো আছি'।
Mia Khalifa

যদিও এখনও এটা পরিষ্কার নয় যে, কী কারণে মিয়ার প্রোফাইলকে মেমোরিয়ালে (memorial) পরিণত করল ফেসবুক (facebook)।

প্রসঙ্গত ২০২০ সালেও  এভাবেই একবার ভাইরাল হয়েছিল মিয়ার মৃত্যুর খবর (Mia Khalifa)। পরবর্তীকালে মিয়া (Mia Khalifa) নিজেই বার্তা দিয়েছিলেন যে সেটি গুজব মাত্র।

Tag: 
Mia Khalifa. Pornstar, adult star mia, mia death hoax, Mia Khalifa death rumours, Entertainment News, মিয়া খালিফা, মিয়া খালিফার মৃত্যু, প্রয়াত মিয়া খালিফা, পর্নস্টার, 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code