করোনা আবহে পিছিয়ে দেওয়া হল NEET
করোনা আবহে পিছিয়ে দেওয়া হল NEET। ছয় থেকে আট সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হল ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) পিজি। নিট পিজি কাউন্সেলিং ২০২১ যে সময়ে হওয়ার কথা, সেই সময়ই নিট পিজি পরীক্ষা হওয়ার কথা ছিল। সেই কারণেই পরীক্ষা পিছিয়ে দেওয়া হল বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।
সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, ‘১২ মার্চ ২০২২ তারিখে নিট পিজি ২০২২ পরীক্ষা হওয়ার কথা ছিল। এই পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য অনেক অনুরোধ আসছিল। নিট পিজি ২০২১ কাউন্সেলিং ও পরীক্ষার দিন একই সময়ে পড়ায় পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। কারণ, একই সময়ে পরীক্ষা ও কাউন্সেলিং হলে অনেক ইনটার্নের পক্ষেই কাউন্সেলিংয়ে যোগ দেওয়া সম্ভব হত না। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হল।’
"উপরের তথ্যগুলিকে সামনে রেখে, মন্ত্রী NEET PG 2022 6-8 সপ্তাহ বা উপযুক্তভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন," আদেশে বলা হয়েছে।
শুক্রবার পরীক্ষা স্থগিত করার আবেদনের শুনানির কথা ছিল সুপ্রিম কোর্টে। 25 জানুয়ারীতে আবেদনটি দায়ের করা হয়েছিল৷ অনেক প্রার্থীর দ্বারা বাধ্যতামূলক ইন্টার্নশিপ ইত্যাদির মতো অনেক প্রয়োজনীয়তা পূরণ না হওয়ায় ছয়জন এমবিবিএস ছাত্র সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল৷ অনেক ইন্টার্নশিপ তাদের কোভিড ডিউটির কারণে বন্ধ হয়ে গেছে, তারা বলেছে।
1 মন্তব্যসমূহ
হা করোনা
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊