Latest News

6/recent/ticker-posts

Ad Code

পর্দায় আসছে এবার স্বয়ং ধোনি! অভিনয় করবেন ওয়েব সিরিজে!

পর্দায় আসছে এবার স্বয়ং ধোনি! অভিনয় করবেন ওয়েব সিরিজে!




খেলাধুলোর দুনিয়া মাতিয়েছেন, সবাই অবাক করে ক্রিকেট থেকে অবসর নিয়েছে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এবার অবাক করেই পর্দায় আসার ঘোষনা দিলেন ক‍্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি।



এবার ওয়েব সিরিজে অভিনয় করবেন ধোনি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পৌরাণিক গাথার প্রথম লুক টিজ়ার শেয়ার করে সেই কথা জানালেন নিজেই। সিরিজের নাম ‘অথর্ব: দ্যা অরিজিন’।





রমেশ তামিলমানির রচনায় এই ওয়েব সিরিজ হচ্ছে। যার দায়িত্বে থাকছে ধোনি এন্টারটেনমেন্ট। “আমার নতুন অবতার প্রকাশ্যে এনে ভাল লাগছে… অথর্ব।” লিখেছেন ধোনি। টিজারে সিরিজটিকে নিউ এজ গ্র্যাফিক নভেল বলেছেন ধোনি।




এই ওয়েব সিরিজের পরিচালক ধোনির স্ত্রী সাক্ষী ধোনি। তিনি ধোনি এন্টারটেনমেন্টের ম্যানেজিং ডিরেক্টর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code