Earn Money With Facebook: সবার জন্য টাকা উপার্জনের সুবর্ণ সুযোগ আনলো ফেসবুক
ভারতে Tiktok নিষিদ্ধ হওয়ার পর ইন্সটাগ্রামে রিলস (Reel) ভিডিওর জনপ্রিয়তা বৃদ্ধি পায়, তবে তার থেকেও বেশি জনপ্রিয় হয়ে ওঠে ফেসবুকে (Facebook) । আর এবার আরও একটা সুখবর রয়েছে Facebook Reels ক্রিয়েটরদের জন্য। এখন থেকে Facebook Reels বানিয়ে অর্থ উপার্জন (Earn Money) করতে পারবেন খুব সহজেই।
প্রসঙ্গত ফেসবুক রিলস (Facebook Reels) বর্তমানে বিশ্বের প্রায় ১৫০ টি দেশে উপলব্ধ রয়েছে। টিকটকের সাথে বাজারে টেক্কা দিয়ে ২০২০ সালে ফেসবুক রিলস প্রথম চালু হয়েছিল।
কয়েকদিন আগেই মেটার সিইও মার্ক জুকেরবার্গ বলেছেন যে, ফেসবুক এবার রিলস (Facebook Reels) নির্মাতাদের উপার্জনের সুযোগ করে দেবে। এই জন্য শীঘ্রই নতুন একটি ফিচার চালু করবে ফেসবুক (facebook)।
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরীক্ষামূলক ভিত্তিতে এই উদ্যোগ শুরু করবে ফেসবুক। এর অর্থ হল, কনটেন্ট ক্রিয়েটররা এখন রিলস তৈরি করে ফেসবুকের মাধ্যমে আয় করতে পারবেন। পাশাপাশি, ফেসবুক আরও জানিয়েছে যে, প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে এই উদ্যোগ শুরু হবে। যদিও, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি আরও দেশে চালু হওয়ার সম্ভাবনাও রয়েছে। এছাড়াও, এটি শীঘ্রই ভারতে চালু করার পরিকল্পনা করছে ফেসবুক, যা তাদের সবচেয়ে বড় বাজার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊