Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটার পুরুষদের জন্য দুয়ারে প্রহার প্রকল্প ! বিতর্কিত বক্তব্য উদয়নের, থানায় অভিযোগ দায়ের

দিনহাটার পুরুষদের জন্য দুয়ারে প্রহার প্রকল্প ! বিতর্কিত বক্তব্য উদয়নের, থানায় অভিযোগ দায়ের

দুয়ারে প্রহার প্রকল্প



নিউজ ডেস্ক, দিনহাটাঃ 
রবিবার রাতে দিনহাটা শহরের ৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের ডাকে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে থেকেই কর্মীসভা অনুষ্ঠিত হয়। সেই কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে দিনহাটা তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বিতর্কিত মন্তব্য করেন।


মায়েদের সরকারীভাবে লক্ষ্মীর ভান্ডারের প্রকল্প চালু হয়েছে। আর আমরা বেসরকারীভাবে পুরুষদের জন্য পৌরসভা থেকে বেসরকারীভাবে নারায়ণের ভান্ডারের সুযোগ দিয়েছি। তিনি বলেন নারায়ণের ভান্ডারের সুবিধা নিয়ে বিশ্বাসঘাতকতা করলে তাদের জন্য নতুন প্রকল্প 'দুয়ারে প্রহার' দেওয়া হবে।


বিজেপি নেতা বিরাজ বোস আজ এই বক্তব্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।


এই নিয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন - উদয়ন গুহর বক্তব্য তার নিজের, দল তা সমর্থন করেনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code