Latest News

6/recent/ticker-posts

Ad Code

ANM & GNM NURSING - 2022 ভর্তি চলছে, আজই আবেদন করুন, দেখে নিন Question Pattern

ANM & GNM NURSING 2022 

ANM & GNM NURSING 2022


শুরু হয়েছে WB GNM & ANM ENTRANCE EXAM-2022 এর ফর্ম ফিলাপ। গতবছর থেকে এই পরীক্ষাটি নিয়ন্ত্রন করছে WBJEE বোর্ড,  তার আগে মার্কস এর ভিত্তিতেই  ভর্তি পক্রিয়া সম্পন্ন হতো। গতবছর থেকে পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া শুরু করেছে । 


উচ্চমাধ্যমিক পাশ (40%) স্টুডেন্টরা সবাই এই পরীক্ষায় বসার যোগ্য । ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। বয়স ১৭ থেকে ৩৫ বছর এর মধ্যে হতে হবে। 

GNM তিন বছরের একটি কোর্স যা সম্পূর্ণ করলে নার্সিং এর ডিগ্রি সম্পূর্ণ হবে।

ডিগ্রি কমপ্লিট হলেই যে কোনোও বেসরকারি নার্সিং হোম বা হাসপাতালে কাজের সুযোগ পেয়ে যাবেন, আর সরকার নোটিফিকেশন দিলে তখন সরকারি হাসাপাতালেও কাজের সুযোগ পাওয়া যাবে। 

এওবছর পরীক্ষার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। গতবছর ৬৫ নাম্বার এর পরীক্ষা হয়েছিলো কিন্তু এবার পরীক্ষা হবে ১১৫ নাম্বারের। 

ফর্ম ফিলাপ করতে নীচের লিঙ্কে ক্লিক করো।  https://wbjeeb.nic.in/EXMANMGNMCMS/Page/Page?PageId=1&LangId=P

ফর্ম-ফিলাপ এর শেষ তারিখ ২৮ শে জানুয়ারি, সন্ধ্যা ৬ টা পর্যন্ত।  তাই আর দেরী না করে এখনি আবেদন করুন। 

প্রশ্নপত্রের ধরণ দেখতে ক্লিক করুন- Question Pattern 

একটি মন্তব্য পোস্ট করুন

15 মন্তব্যসমূহ

thanks

Ad Code