রাস্তায় অর্ধনগ্ন অবস্থায় উরফি জাভেদ, সেক্সি লুকে উত্তপ্ত নেট দুনিয়ায়
উরফি জাভেদ, নামেই উত্তেজনা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সব সময় সক্রিয় তিনি। তাঁর পোস্ট করা ছবি - ভিডিও দেখে তাজ্জব নেট নাগরিকরা। তাঁর হট সেক্সি লুক যেমন দর্শকদের মন ভরিয়েছে তেমনিই খোলামেলা পোশাকের জন্য ট্রোলড হয়েছেন অনেকবার।
শুক্রবার একটি ইভেন্টে একটি কাট আউট টপ পরেন উরফি। যার বেশিরভাগ স্থান আবরণ মুক্ত। খোলা পিঠ। গলা থেকে দুদিকে দুটো কাপড়ে ঢাকা তাঁর স্তনযুগল। বাকিটা একদম খোলা মেলা।খোলা বুক পেট। তলায় একটি পালাজো স্টাইল প্যান্ট পরেছেন তিনি। মাথায় চুল বাঁধা। উর্ফির এই ছবিই ঝড় তুলেছে ইন্টারনেটে।
উরফি শুধু অর্ধনগ্ন পোশাক পরছেনই না, ওই পোশাকেই ঘুরে বেড়াচ্ছেন মুম্বইয়ের রাস্তায়।একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যায় উরফি দেখে চিনে ফেলেন ওই এলাকার কিছু মহিলা। তাঁরা উরফিকে দেখেই ছুটে আসেন।
উরফিও তাঁদের চেনেন।উরফি তাঁদেরকে ডেকে নিয়ে ক্যামেরার সামনে পোজ দিতে শুরু করেন। সকলে জড়িয়ে ধরেন উরফিকে। তবে এবারও নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন এই মডেল অভিনেত্রী।
2 মন্তব্যসমূহ
মনে হয় জামা কিনে দিতে হবে।
উত্তরমুছুনRamp nei, rastai thik ace 😅
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊