সাতসকালে দুর্ঘটনার কবলে তৃণমূলের রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা ব্যানার্জীর গাড়ি




রঞ্জিত ঘোষ, বাঁকুড়া, ৯ডিসেম্বর:


বৃহস্পতিবার সাতসকালে দুর্ঘটনার কবলে পড়ল তৃণমূলের রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা ব্যানার্জীর গাড়ি । ঘটনাটি ঘটে পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার রাজবাঁধ সংলগ্ন জাতীয় সড়কের উড়ালপুলের কাছে । 



বৃহস্পতিবার ভোর নাগাদ বাঁকুড়া থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি,সেই সময় পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় তার গাড়িতে একটি ১২ চাকা লরি ধাক্কা দেয়। যার ফলে তার গাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয় এবং চোটও পান অভিনেত্রী তথা তৃণমূল রাজ্য সম্পাদক সায়ন্তিকা ব্যানার্জী । 



ঘাতক লরিটিকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে । সম্পাদিকা সায়ন্তিকার গাড়িতে আরও যারা ছিলেন তাদের কারোর কোনো বড়োসড়ো চোট লাগেনি বলে জানা গিয়েছে। বিধানসভা ২০২১ নির্বাচনে বাঁকুড়ার তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন তিনি,সেই সূত্রে বেশ কয়েকমাস ধরেই বাঁকুড়া বিভিন্ন দলীয় কর্মসূচি সম্পন্ন করার সাথে যুক্ত ছিলেন সায়ন্তিকা ব্যানার্জী।