PM কিষান সম্মান নিধির দশম কিস্তির টাকায় লিস্টে আপনার নাম আছে? কিভাবে দেখবেন 



PM Kisan Maandhan Yojana




প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার দশম কিস্তির টাকা খুব শীঘ্রই আসতে চলেছে কৃষকদের অ্যাকাউন্টে। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১০ নম্বর কিস্তির বেনিফিসিয়ারি লিস্ট ইতিমধ‍্যে প্রকাশ করেছে কেন্দ্র। 



মিডিয়া রিপোর্ট অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Naremdra Modi) কিষান সম্মান নিধি  (PM Kisan Samman Nidhi Yojana) যোজনার ১০ নম্বর কিস্তির টাকা সরাসরি কৃষকদের (Farmer) ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে ১৫ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে। 




প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১০ নম্বর কিস্তির লিস্ট দেখার উপায়-


স্টেপ ১ - প্রথমেই প্রধানমন্ত্রী কিষানের (PM Kisan) অফিসিয়াল ওয়েবসাইট - https://pmkisan.gov.in/

স্টেপ ২ - এর পর সেখানে ডানদিকে দেখা যাবে ফার্মার কর্নারের (Farmers Corner) অপশন। সেটি সিলেক্ট করতে হবে।

স্টেপ ৩ - এর পর সেখান থেকে বেনিফিসিয়ারি লিস্টের (Beneficiary List) অপশনে ক্লিক করতে হবে। 

স্টেপ ৪ - একটা নতুন পেজ খুলবে সেখানে রাজ্য, জেলা, উপ-জেলা, ব্লক, গ্রামের ডিটেলস ইত্যাদি এন্টার করতে হবে।

স্টেপ ৫ - এর পর ক্লিক করতে হবে গেট রিপোর্ট (Get Report) অপশনে। এখানেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সকল কিস্তি প্রাপকদের নামের লিস্ট দেখতে পাওয়া যাবে।