পঞ্চম থেকে অষ্টমে ভর্তির গুরুত্বপূর্ণ ঘোষনা শিক্ষাদপ্তরের
বছর শেষ। জানুয়ারী থেকেই শুরু হতে চলেছে নয়া শিক্ষাবর্ষ। আর শিক্ষা দপ্তরও এবার প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণির ভর্তির প্রক্রিয়া আরম্ভ করে দিল। ৭ তারিখ থেকে ভর্তির প্রক্রিয়া শুরু করার বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষাদপ্তর। পাশাপাশি কি কি নিয়ম মেনে হবে ভর্তি সেবিষয়েও নির্দেশিকা দিয়েছে শিক্ষাদপ্তর।
স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী শিক্ষার অধিকার আইন মেনে প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভরতিতে প্রবেশিকা পরীক্ষা নেওয়া যাবে না। এমনকি করোনা পরিস্থিতির জের পড়ুয়া বা অভিভাবকদের ইন্টারভিউও নিষিদ্ধ।
বিজ্ঞপ্তি অনুযায়ী-
কোভিড বিধি মেনে ৭ থেকে ১৪ ডিসেম্বর ভরতির ফর্ম দেওয়ার নির্দেশ দিয়েছে স্কুলশিক্ষা দপ্তর।
১৫ থেকে ২০ তারিখের মধ্যে হবে লটারি।
স্কুলগুলিকে চলতি মাসের ২১ থেকে ২৪ তারিখের মধ্যে ভরতি প্রক্রিয়া শেষ করতে হবে।
প্রাক প্রাথমিকে ভরতির বয়স পাঁচ থেকে ছ’বছরের মধ্যে বয়স হতে হবে। অষ্টম শ্রেণি পর্যন্ত এই বয়সের সীমা বাড়বে এক বছর করে।
কোনও স্কুলের প্রধান শিক্ষক চাইলে ভরতির সময় ছাত্রছাত্রীদের বয়সে চার মাস ছাড় দিতে পারবেন।
শিক্ষার অধিকার আইন মোতাবেক ১৪ বছর বয়স পর্যন্ত (বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ১৮ বছর) সবাইকে স্কুলশিক্ষার অধীনে আনতে তৎপর রাজ্য সরকার।
9 মন্তব্যসমূহ
Good news
উত্তরমুছুনImportant information
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনImportant news
উত্তরমুছুনImportant news
উত্তরমুছুনJak atodine khulche tahole
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊