প্রসব যন্ত্রনায় কাতর মহিলাকে নিয়ে বামনহাট হাসপাতালে সময়মত পৌঁছে দিলো BSF এর গাড়ি

BSF



দেশের প্রতিরক্ষার প্রথম সারিতে, সীমান্ত সুরক্ষা বাহিনী দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ একটি দুর্ভেদ্য প্রাচীর হিসাবে পরিচিত, কিন্তু যখন সামাজিক অনুভূতি, জনকল্যাণের কথা আসে তখনও তারা পিছিয়ে থাকেনা। এদিনের ঘটনা যেনো তারই প্রমাণ।

৩ ডিসেম্বর। তখন গভীর রাত। সীমান্তে অতন্দ্র প্রহরী BSF দের একটা টিম (192 Corps) জিপসিতে করে টহল দিচ্ছে সীমান্তবর্তী গ্রামগুলি। তখন তাঁদের নজরে আসে চার পাঁচজন গ্রামবাসী। কাছে ডেকে তাঁদের সমস্যা জানার পরই মুহূর্ত দেরি না করে ১৯২ ব্যাটেলিয়ানের জিপসি ছুটে যায় দুলাল বর্মণের বাড়িতে।

দুলাল বর্মনের মেয়ে সুনীতি তখন প্রসব যন্ত্রনায়। এমতাবস্থায় সুনীতিকে নিয়ে সেই জিপসি পৌঁছে যায় বামনহাট গ্রামীন হাসপাতালে। সুস্থ ভাবে সন্তানের জন্ম দেয় সুনীতি।

এই ঘটনায় BSF এর প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী। 192 ব্যাটালিয়ন এর কমান্ডার শ্রী চন্দ্র মোহন সিং রাওয়াত এই জনকল্যাণমূলক কাজের জন্য কর্তব্যরত সৈন্যদের তাত্ক্ষণিক পদক্ষেপের প্রশংসা করেছেন।