Latest News

6/recent/ticker-posts

Ad Code

Narendra Modi: ১৫ থেকে ১৮ বছরের বয়সীদের জন্যও টিকাকরণ, কারা পাবেন তৃতীয় ডোজ? জেনে নিন Vaccination for Children

Narendra Modi: ১৫ থেকে ১৮ বছরের বয়সীদের জন্যও টিকাকরণ, কারা পাবেন তৃতীয় ডোজ? জেনে নিন





করোনার ভয়াল প্রকোপ থেকে বাঁচতে টিকাই ভরসা। ইতিমধ‍্যে ১৮ ঊর্ধ্ব ভারতীয়দের ভ‍্যাকসিনেশন প্রক্রিয়া চলছে। ১০০ কোটি ভ‍্যাকসিনেশন অনেক আগেই ছাড়িয়ে গেছে। এদিকে আজ জাতির উদ্দ‍্যেশে ভাষনে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ভ‍্যাকসিনেশনের ঘোষনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।




তিনি আরও বলেন, সতর্কতামূলক ডোজ পাবেন ষাটোর্ধ্ব স্বাস্থ্যকর্মী ও করোনাযোদ্ধারা। তিনি আরো বলেন, ‘বিশ্বের অনেক দেশে ওমিক্রনের সংক্রমণ বাড়ছে। ভারতেও বেশ কয়েকজন ওমিক্রন আক্রান্ত। ওমিক্রন নিয়ে অযথা ভয় পাবেন না, কিন্তু সতর্ক থাকবেন। এই সময় সবাইকে সতর্ক থাকতে হবে।'




প্রধানমন্ত্রী মোদী দেশে করোনা চিকিৎসার কথা উল্লেখ করে বলেন, 'দেশে এই মুহূর্তে ১৮ লক্ষ আইসোলেশন বেড আছে। ১ লক্ষ ৪০ হাজার আইসিইউ বেড আছে দেশে। সবাইকে কোভিড বিধি মানতে হবে। ৬১ শতাংশের বেশি ভারতবাসী ভ্যাকসিনের ডাবল ডোজ পেয়েছেন। ৯০ শতাংশের বেশি প্রাপ্তবয়স্ক ভারতবাসী প্রথম ডোজ পেয়েছেন। দেশে খুব দ্রুত ন্যাজাল ভ্যাকসিন, ডিএনএ ভ্যাকসিন আসবে। গত ১১ মাস ধরে ভারতে ভ্যাকসিনেশনের প্রক্রিয়া চলছে। করোনা কিন্তু এখনও যায়নি, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।’

একটি মন্তব্য পোস্ট করুন

5 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code