Latest News

6/recent/ticker-posts

Ad Code

১০৮ শিব মন্দিরে পুজো দিলেন শুভেন্দু অধিকারী

১০৮ শিব মন্দিরে পুজো দিলেন শুভেন্দু অধিকারী



সঞ্জিত কুড়ি :-




উত্তরপ্রদেশে কাশী বিশ্বনাথ মন্দিরের নবরূপে সংস্কারের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি দিব্য কাশি ভব্য কাশি সংকল্প যাত্রা উপলক্ষে সোমবার বর্ধমান ১০৮ শিব মন্দিরে পুজো দিলেন শুভেন্দু অধিকারী।




উত্তরপ্রদেশে কাশী বিশ্বনাথ মন্দিরের নবরূপে সংস্কারের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি দিব্য কাশি ভব্য কাশি সংকল্প যাত্রা উপলক্ষে করছেন। বেনারসের কাশী বিশ্বনাথ মন্দিরে এ উপলক্ষে আজ পূজো দিয়েছেন প্রধানমন্ত্রী এবং 339 কোটি টাকার প্রকল্পে মন্দির সংস্কারের ঘোষণা করেছেন। কাশির পাশাপাশি পশ্চিমবঙ্গের তিনটি স্থানে দিব্য কাশি ভব্য কাশি এই সংকল্প যাত্রা পালিত হচ্ছে। পশ্চিমবঙ্গের তারকেশ্বরে এই যাত্রা উপলক্ষে পুজো দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কলকাতা ভূতনাথ মন্দিরে পুজো দিয়েছেন প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এবং বর্ধমানের 108 শিব মন্দির এ উপলক্ষে পুজো দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 



বর্ধমান শহরে বিরাট মিছিল করে বিজেপি সমর্থকরা আজ 108 শিব মন্দির এ যান এবং শুভেন্দু অধিকারী পাশে দাঁড়িয়ে তারা এই যাত্রা পালন করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বাবু জানান পশ্চিমবঙ্গের সনাতন সংস্কৃতি হারিয়ে যাচ্ছে সেই সংস্কৃতিকে বাঁচাতেই বিজেপির এই উদ্যোগ নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনের এই সংকল্প যাত্রায় উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি অভিজিৎ তা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code