প্রথমবার ভোটে লড়ে ত্রিপুরায় দ্বিতীয় স্থানে তৃণমূল, কার্যত গেরুয়া ঝড় ত্রিপুরা জুড়ে
ত্রিপুরা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিল চর্চা। একে একে বাংলা থেকে একাধিক নেতা নেত্রী গিয়েছিলেন ত্রিপুরায়। হামলা, প্রশাসনিক ঝামেলাসহ একাধিক চিত্র ফুটে উঠেছিল ত্রিপুরায়। সেই ত্রিপুরার পুরভোটে জিততে না পারলেও দ্বিতীয় স্থান দখল করেছে তৃণমূল কংগ্রেস।
আজ ত্রিপুরা পুরভোটের ফল প্রকাশ হয়। আর তাতেই জয়জয়কার হয় বিজেপির। ৩৩৪টি ওয়ার্ডের মধ্যে ৩২৯ টিতেই জয়ী হয়েছে গেরুয়া শিবির। প্রথমবার পুরভোটে লড়াই করে আমবাসায় খাতা খুলেছে বাংলার শাসকদল ঘাসফুল শিবির। আর শুধু তাই নয় গোটা ত্রিপুরা স্থানীয় স্তরে নির্বাচনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৃণমূল কংগ্রেস।
শেষপর্যন্ত বিজেপির ঝুলিতে এল ৩২৯ ওয়ার্ড। অন্যদিকে বিরোধীরা দখল করল মাত্র ৫টি আসন। উদয়পুর, শান্তিরবাজার, মোহনপুর, রানিরবাজার, কামালপুর, বিশালগড়ে ১০০ শতাংশ আসনেই জয়ী বিজেপি।আগরতলার ৫১টি ওয়ার্ডের মধ্য়ে সব কটিতে জিতল গেরুয়া শিবির। চমকপ্রদ ফলাফল তৃণমূল কংগ্রেসের। বামেদের পিছনে ফেলে ২৬টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে অর্থাৎ প্রধান বিরোধী হয়ে ঘাসফুল শিবির।
তেলিয়ামুড়ায় ১৫টি আসন জিতেছে বিজেপি। এর মধ্যে ১৩টি ওয়ার্ডে প্রধান বিরোধী হয়েছে তৃণমূল। আমবাসায় ১২টি আসন পেয়েছে বিজেপি। একটি করে আসন পেয়েছে তৃণমূল, সিপিএম এবং TIPRA। ১০টি ওয়ার্ডে দ্বিতীয় স্থান পেয়েছে তৃণমূল। ত্রিপুরায় কার্যত গেরুয়া ঝড়।
গেরুয়া শিবিরের সাফল্যে ট্যুইটারে ত্রিপুরার মানুষকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি লিখেছেন, 'এই বিপুল জয়ের জন্য় ত্রিপুরা বিজেপিকে (BJP) অভিনন্দন। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকেও (Biplab Deb) আন্তরিক অভিনন্দন। আগরতলা (Agartala) কর্পোরেশন ও অন্যান্য় নগর পঞ্চায়েত, পুরসভার বিপুল জয়। বাংলার দুর্নীতিগ্রস্ত ফ্যাসিস্ট তোলামূল পার্টিকে মুছে দেওয়ার জন্য অভিনন্দন।'
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊