Teacher Recruitment 2021- B.Ed, D.Ed যোগ্যতায় একাধিক শিক্ষক নিয়োগ NO EXAM | B.Sc. & BA (UG & PG) can Apply

Central Railway Teacher Recruitment 2021 NO EXAM | B.Sc. & BA (UG & PG) can Apply


Central Railway Teacher Recruitment 2021


সেন্ট্রাল রেলওয়ে শিক্ষক নিয়োগ 2021  – কোন পরীক্ষা ছাড়াই শিক্ষক পদে নিয়োগ । B.Sc. এবং BA (UG & PG) CR খালি পদের জন্য আবেদন করতে পারেন। ভারতীয় রেলওয়ে (Central Railway) সেন্ট্রাল রেলওয়ে, সেকেন্ডারি স্কুল (ইএম) এবং জুনিয়র কলেজ,  চুক্তির ভিত্তিতে শিক্ষকদের (PGT, প্রাথমিক এবং TGT) ক্যাটাগরির পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 10 টি শূন্যপদে নিয়োগ  করা হবে। 


ভারতীয় রেলে শিক্ষকের শূন্যপদ 2021:

2021-2022 একাডেমিক সেশনে উদ্ভূত প্রকৃত প্রয়োজন অনুসারে পরিবর্তিত হতে পারে- নোটিফিকেশন অনুসারে আপাতত শূন্যপদ রয়েছে-

পি.জি. শিক্ষক(P.G. Teacher)- ০৩ জন

টি.জি. শিক্ষক (T.G. Teacher )- ০৫ জন

প্রাথমিক শিক্ষক (Primary Teacher) – 02

মোট – ১০টি


ভারতীয় রেলওয়ে শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা:

প্রার্থীদের M.A (ইংরেজি সাহিত্য, একটি প্রধান বিষয় হিসাবে) B.Ed/ M.A (Economics) B.Ed/ M.Com B.Ed/ B.Sc থাকতে হবে। B.Ed /CTET/ B.Sc. (কম্পিউটার সায়েন্স আইটি) এমসিএ/বিএ।(ইতিহাস/ভূগোল বা রাষ্ট্রবিজ্ঞান), বিএড/বিএ। (ইংরেজি) B.Ed CTET/ 12 তম কমপক্ষে 50% নম্বর সহ এবং D.Ed (দুই বছর)।


বয়সসীমা:

18 বছর এবং 65 বছরের মধ্যে হওয়া উচিত (কেভিএস নিয়ম অনুসারে)


বেতন স্কেল:

প্রতি মাসে পারিশ্রমিক (একত্রীকরণ):

পি.জি. শিক্ষক - 27,500/- টাকা

টি.জি. শিক্ষক - 26,250/- টাকা

প্রাথমিক শিক্ষক (PRT) – 21,250/- টাকা


বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন- Click Here

4 মন্তব্যসমূহ

thanks

একটি মন্তব্য পোস্ট করুন

thanks