Latest News

6/recent/ticker-posts

Ad Code

রবিবারের নৈশ কার্ফু শিথিল করলো নবান্ন

রবিবারের নৈশ কার্ফু শিথিল করলো নবান্ন



COVID Restriction




বিবারের নৈশ কার্ফু শিথিল করলো নবান্ন। রবিবার ইডেন গার্ডেনে ভারত-নিউজিল‍্যান্ড টি২০ সিরিজের তৃতীয় টি২০ ম‍্যাচ। আর তাই রবিবারের নৈশ কার্ফু শিথিল করলো নবান্ন।




করোনা সংক্রমণের জেরে রাত্রি ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত কোভিড কড়াবিধি লাঘু রয়েছে রাজ‍্যে। যেহেতু ইডেনে ভারত নিউজিল‍্যান্ড ম‍্যাচ যা শেষ হবে রাত ১১টা নাগাদ। এরপর দর্শকদের বাড়ি যাওয়া। সব কিছু চিন্তা করেই এই শিথিলতা।




শনিবার নবান্নের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, দর্শক, ক্রিকেটার, ম্যাচ আধিকারিক, আয়োজক ও অন্যান্যদের যাতায়াতের জন্য নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধিতে ছাড় দেওয়া হচ্ছে। রাত ১১টা থেকে ২ ঘণ্টার এই ছাড় বলবৎ থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code