স্কুল খোলা নিয়ে বিশেষ নির্দেশ আদালতের, কী করতে হবে জানিয়ে দিল আদালত
কেটেছে আইনি জট। রাজ্যের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে আগামী ১৬ই নভেম্বর থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য খুলে যাচ্ছে স্কুল। কিন্তু তারপরেও আপত্তি রয়েছে স্কুল খোলা নিয়ে।
রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী নবম ও একাদশ শ্রেণির ক্লাস হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ৩টে পর্যন্ত। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত হবে দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস।
এই দীর্ঘ সময় ধরে ছাত্রছাত্রীদের মাস্ক পড়ে থাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর মাঝেই শুক্রবার কলকাতা হাইকোর্ট ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া নিয়ে বিশেষ নির্দেশ দিল।
স্কুলে ঢোকার সময় সাধারণত ছাত্রছাত্রীদের মধ্যে ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি এড়াতেও বিশেষ নির্দেশ আদালতের। স্কুলের টাইমের মধ্যেই অতিরিক্ত সময় বরাদ্দ করার কথা জানিয়েছেন অ্যাডভোকেট জেনারেল। এর সঙ্গে আদালত মনে করে, স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে করোনা সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি করা দরকার। সেকারণে স্কুল চলাকালীন ছাত্রছাত্রীদের মধ্যে করোনা সম্পর্কিত সচেতনতা বার্তা দেওয়া হবে।
এরপরেও যদি ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকাদের কোনো অভিযোগ আপত্তি থাকে তবে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানাতে পারেন। এক্ষেত্রে যদি তারা বিশেষভাবে আবেদন করেন তবে তাদের বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊