দাম বাড়াল (price hike) ডিটারজেন্ট পাউডার (detergent powder) এবং সাবানের (soap)

detergent powder



দাম বাড়নো হল সার্ফ-রিন বার সহ গায়ে মাখার সাবানের। ভারতের ফাস্ট মুভিং কনজিউমার গুডস কোম্পানি হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড এবং আইটিসি লিমিটেডের সাবান এবং ডিটারজেন্ট পাউডার-সহ নির্দিষ্ট কয়েকটি প্রোডাক্টের দাম বাড়ানো হয়েছে।




সিএনবিসি টিভি ১৮-এর রিপোর্ট থেকে জানা গিয়েছে, এই দু'টি কোম্পানির কয়েকটি প্রোডাক্টের দাম বাড়ানো হয়েছে। যে সকল প্রোডাক্টের দাম বাড়ানো হয়েছে, সেগুলোর সবক'টিই খুব জনপ্রিয় প্রোডাক্ট।




এই দু'টি কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট যেমন- ডিটারজেন্ট পাউডার, রিন বার সাবান, লাক্স সাবান, ফিয়ামা সাবান, ভিভেল সাবান, এনগেজ ডিওডোরান্টের দাম বাড়ানো হয়েছে।




তবে এই সকল প্রোডাক্টের দাম খুব বেশি মাত্রায় না বাড়ানো হলেও কিছু পরিমাণে বাড়ানো হয়েছে। হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের যে প্রোডাক্টগুলোর দাম বাড়ানো হয়েছে, তাদের মধ্যে অন্যতম হল ডিটারজেন্ট পাউডার এবং সাবান। রিপোর্ট মারফত জানা গিয়েছে যে, হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের ১ কিলো ডিটারজেন্ট পাউডারের দাম বাড়ানো হয়েছে প্রায় ৩.৪ শতাংশ। এর ফলে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের ১ কিলো ডিটারজেন্ট পাউডারের দাম প্রায় ২ টাকা বেড়ে যাবে।




এছাড়াও হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের ৫০০ গ্রাম ডিটারজেন্ট পাউডারের দামও ২ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে ৫০০ গ্রামের ডিটারজেন্ট পাউডারের দাম ২৮ টাকা থেকে ৩০ টাকা হয়েছে। হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের ২৫০ গ্রামের রিন বার সাবানের দাম প্রায় ৫.৮ শতাংশ বাড়ানো হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে যে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের জনপ্রিয় লাক্স সাবানের দাম প্রায় ২১.৭ শতাংশ বাড়ানো হয়েছে।