50MP-র ক্যামেরার ফোন পাওয়া যাচ্ছে আপনার সাধ্যের মধ্যে, ১০ হাজারের কম দামে বাম্পার ডিল
অ্যামাজনের সেলে দুর্দান্ত অফারে পাওয়া যাচ্ছে মোবাইল ফোন। ১৫ হাজারের মধ্যে ভাল ফোন কিনতে চাইলে অ্যামাজনের সেলে দেখতে পারেন Oppo A55 মডেল। অ্যামাজনের অফারে Oppo A55 মডেলে সরাসরি 3500 টাকা ছাড় পাওয়া যাচ্ছে।
Oppo A55 মডেলের এমআরপি 18,990 টাকা হলেও অফার প্রাইসে 15,490 টাকায় পাওয়া যাচ্ছে এই ফোন। 11,200 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও রয়েছে এই ফোনে। আমেরিকান এক্সপ্রেস ও ইয়েস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থেকে 'নো কস্ট ইএমআই' অপশনও রয়েছে।সঙ্গে পাবেন 1500 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার।
স্পেসিফিকেশন:
- ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা
- ২ মেগার মোনো ও ম্যাক্রো লেন্স
- ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা
- ৬.৫১ ইঞ্চির এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে
- 4GB RAM ও 64GB স্টোরেজ
- ডুয়াল সিম 4G নেটওয়ার্ক সাপোর্ট
- MediaTek Helio G35 পাওয়ারফুল প্রসেসর
- 2.3 GHz অক্টাকোর চিপসেট
- 5000mAH লিথিয়াম পলিমার পাওয়ারের ব্যাটারি
- অ্যান্ড্রয়েড 11.0 বেসড কালার অপারেটিং সিস্টেম
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊