অষ্টম ও দশম শ্রেণি যোগ্যতায় হাই কোর্টে গ্রুপ ডি স্টাফ নিয়োগ
MPHC Group D Recruitment 2021
সম্প্রতি মধ্যপ্রদেশ হাই কোর্ট গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা মধ্যপ্রদেশ হাই কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে mphc.gov.in গিয়ে বিস্তারিত জানতে পারবেন। ১৩ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে যা আগামী ২৮ নভেম্বর, ২০২১ পর্যন্ত চলবে।
শূন্যপদের সংখ্যা: ৭০৮টি
শূন্যপদের বিস্তারিত বিবরণ
ড্রাইভার: ৬৯টি পদ
পিওন: ৪৭৫টি পদ
গার্ডনার: ৫১টি পদ
সুইপার: ১১৩টি পদ
নির্বাচন পদ্ধতি: ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়া শুরু: ১৩.১১.২০২১
আবেদনের শেষ দিন: ২৮.১১.২০২১
শিক্ষাগত যোগ্যতা: ড্রাইভার- দশম শ্রেণি উত্তীর্ণ ও ড্রাইভিং লাইসেন্স, পিওন/ সুইপার ও অন্যান্য- অষ্টম শ্রেণি উত্তীর্ণ
বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর
আবেদন ফি
অসংরক্ষিত ক্যাটাগরি- ২১৬ টাকা
সংরক্ষিত ক্যাটাগরি- ১১৬.৭০ টাকা
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊