Latest News

6/recent/ticker-posts

Ad Code

Sooryavanshi- একদিকে কৃষকদের আন্দোলনে বন্ধ প্রদর্শন, অপরদিকে হল খুলতে হলো ভোর সাড়ে চারটায়

একদিকে কৃষকদের আন্দোলনে বন্ধ প্রদর্শন, অপরদিকে হল খুলতে হলো ভোর সাড়ে চারটায়


Sooryavanshi



একদিকে টিকিটের চাহিদা বৃদ্ধির ফলে ভোর ৪ টা ৩০ মিনিটেই শুরু করতে হচ্ছে শো, অপরদিকে সুর্যবংশীর (Sooryavanshi) স্ক্রিনিং ঘিরে শুরু উত্তেজনা। ছেড়া হলো পোস্টার। জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে শো।

অক্ষয় কুমারের নতুন ছবি 'সূর্যবংশী'র স্ক্রিনিং গতকাল পাঞ্জাবের পাঁচটি সিনেমা হলে জোর করে বন্ধ করালেন কৃষকরা। ছিড়ে দেওয়া হয়েছে ছবির পোস্টারও । কৃষকদের দাবি, তাঁদের প্রতিবাদকে সমর্থন করেননি অক্ষয় কুমার।

এদিন ছবির প্রদর্শনের বিরোধিতা করে শহিদ উধম সিং পার্ক থেকে স্বরণ সিনেমা হল পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন ভারতী কিষান ইউনিয়নের (কাদিয়াঁ) প্রতিনিধিরা। কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত ছবির প্রদর্শন বন্ধ থাকবে বলে জানিয়েছেন তাঁরা।

Sooryavanshi


অপরদিকে শুক্রবার প্রকাশিত 'সূর্যবংশী' সিনেমা ঘিরে দর্শকের চাহিদা তুঙ্গে। ছবিতে দুই মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ। গত বছরের মার্চে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবি। তবে করোনা অতিমারির সুবাদে দু' দুবার তারিখ ঘোষণা করেও পিছিয়ে দেওয়া হয়েছিল ছবির মুক্তি।


রোহিত শেট্টি পরিচালিত এই ছবি দীপাবলির মরশুমে প্রেক্ষাগৃহে মুক্তি পেতেই প্রথমদিনে বিশ্বজুড়ে মোট ২৬ কোটি টাকার ব্যবসা করেছে। শুধু তাই নয়, 'সূর্যবংশী' ছবি নিয়ে এতটাই আগ্রহ জন্মেছে মনে যে সারা রাত হলে এই ছবি চালানোর পরেও ভোর সাড়ে চারটে নাগাদও দর্শকদের চাপে পড়ে ফের শুরু করতে হল এই ছবি।

মুম্বইয়ের বোরিভেলি অঞ্চলের ম্যাক্সাস সিনেমা হল এই সময়ে দাঁড়িয়েও গতকাল অর্থাৎ ৫ নভেম্বর রাত ১১:৪৫ নাগাদ শেষ শো চালায় (Showtimes for Sooryavanshi)। শেষ শো হলেও বাইরে বাড়তে থাকে টিকিটের চাহিদা। বাধ্য হয়েই টিকিট কাউন্টার খুলতে হয় হল মালিককে। শুধু তাই নয়, এরপর পরপর চলতে শুরু করে 'সূর্যবংশী'-র শো। ১২:৩০, ১:১৫ এবং ২:০০ টায় ।


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code