কবে থেকে দুয়ারে সরকার? বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য
দুয়ারে সরকার, তৃতীয় বার ক্ষমতায় আসা তৃণমূলের এক বড় হাতিয়ার। একুশের নির্বাচনের প্রাক্কালে 'দুয়ারে সরকার' কর্মসূচীর সূচনা করে মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকার। স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীভাণ্ডার একাধিক প্রকল্পের সুবিধা জনগণের কাছে পৌঁঁছে দিয়েছে 'দুয়ারে সরকার' কর্মসূচী।
ক্ষমতায় আসার পরেও সেই প্রকল্পকে বহাল রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃনমূল সরকার। সরকারি বিভিন্ন প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিতে এই প্রকল্প ২০২২-র জানুয়ারীতে ফের অনুষ্ঠিত হতে চলেছে। জানুয়ারী মাসে দুইটি দফায় করা হয়েছে 'দুয়ারে সরকার'।
প্রথম দফার দুয়ারে সরকার হবে ২রা জানুয়ারী ২০২২ থেকে ১০ই জানুয়ারী ২০২২ পর্যন্ত।
এরপর দ্বিতীয় দফার দুয়ারে সরকার হবে ২০ই জানুয়ারী ২০২২ থেকে ৩০ই জানুয়ারী ২০২২ পর্যন্ত।
8 মন্তব্যসমূহ
Important news
উত্তরমুছুনভালো খবর।।
উত্তরমুছুনগুরুত্বপূর্ণ খবর
উত্তরমুছুনদুয়ারে চাকরী টা দিন মাননীয়া । আমি প্রশিক্ষিত বিশেষ শিক্ষক চাকরী প্রার্থী ।
উত্তরমুছুনNice post
উত্তরমুছুনImportant news
উত্তরমুছুনচাকরি বাদে দুয়ারে সবই দিচ্ছেন. এবার চাকরি দিন মাননীয়া
উত্তরমুছুনimportant news
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊