নিশীথের নিজের বুথেই হার বিজেপির, প্রাপ্ত ৯৫!, প্রার্থীর বুথেও ধাক্কা
উপনির্বাচনে রেকর্ড ভোটে জয় দিনহাটার তৃনমূল প্রার্থী উদয়ন গুহের। বিধানসভা উপনির্বাচনে ৫৭ ভোটে জয়লাভ করেছিলেন নিশীথ প্রামানিক। কিন্তু সাংসদ পদেই বহাল থাকতে ছাড়েন বিধায়কের পদ। ফলে উপনির্বাচন এই কেন্দ্রে। আর এই কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী হয়েছিলেন অশোক মণ্ডল। উপনির্বাচনে উদয়ন গুহের কাছে ১ লক্ষ ৬৩ হাজারেরও বেশি ভোটে হেরে গেলেন বিজেপির প্রার্থী অশোক মণ্ডল।
বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে সাংসদ হিসেবে থাকার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও ক্রীড়া প্রতিমন্ত্রী করা হয়েছিল কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিককে। এদিকে উপনির্বাচনে দিনহাটা উপনির্বাচনে দলের পর্যবেক্ষক ছিলেন নিশীথ। সেই নিশীথ প্রামাণিকের বুথেও চূড়ান্ত ভরাডুবি বিজেপি মাত্র ৯৫টি ভোট পেয়েছে। তৃণমূল পেয়েছে ৩৬০টি ভোট।
শুধু তাই নয় এমনকি বিজেপি প্রার্থী অশোক মণ্ডলের বুথেও হেরেছে বিজেপি। এই বুথে বিজেপি পেয়েছে ১৫৬টি ভোট ও তৃণমূল পেয়েছে ৪৬১টি ভোট। দলীয় কর্মী সমর্থকদের বেশ কয়েক মাস ধরেই পরিশ্রমের ফল বলেই জানান উদয়ন গুহ। যদিও বিজেপির দাবি, দিনহাটায় গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। মানুষকে অবাধভাবে মতাধিকার প্রয়োগ ভোট দান করতে দেওয়া হয়নি।
1 মন্তব্যসমূহ
Important information
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊