৫৭-র বদলা , রেকর্ড ভোট উদয়নের, দিনহাটার ইতিহাসে এই প্রথম


udayan guha



প্রথম রাউন্ড থেকেই এগিয়ে যাচ্ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ (udayan guha)। প্রথম রাউন্ডে ৭৬৫২ ভোটে এগিয়ে যাত্রা শুর করে , ১৯ রাউন্ড শেষে তা দাঁড়ায় ১৬৩০০৫ । এতো বিরাট সংখ্যক ভোট দিনহাটার ইতিহাসে এই প্রথম ।

১৯ রাউন্ড শেষে উদয়ন গুহ- ১৮৮৩১১ , বিজেপির প্রার্থী অশোক মন্ডল-২৫৩০৬, বাম প্রার্থী- আব্দুর রউফ- ৬২৫৮ আর নোটায় ভোট পড়েছে ৩৯১৮ । 

চূড়ান্ত ফলাফল- উদয়ন গুহ - ১৮৯১৫৩, অশোক মণ্ডল- ২৫৩৮৭ , আব্দুর রউফ- ৬৩৮০ এবং নোটা- ৩৯৩০। 


দিনহাটা বিধানসভা নির্বাচনের ফলাফলের ট্রেন্ড এর দিকে তাকালে দেখা যায়- ২০০৬ বিধানসভা ভোটে অশোক মণ্ডল তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে ৩৬৩০ ভোটে জয়লাভ করেছিলেন। উদয়ন গুহ ২০১১ সালে সারাভারত ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হয়ে ৩০০২৬ ভোটে জয়লাভ করেছিলেন এই কেন্দ্র থেকেই। ২০১৬ তে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে উদয়ন গুহ জিতেছিলেন ২১ ৭৯৩ ভোটে। আর ২০২১ এর বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক জিতেছিলেন ৫৭ ভোটে।




২০২১ এর সাধারণ বিধানসভা নির্বাচন ২০২১ এ নিশীথ প্রামাণিক মোট ভোট পেয়েছিলেন- 116,035, উদয়ন গুহ পেয়েছিলেন- 115,978 এবং আব্দুর রউফ পেয়েছিলেন 6,069 ভোট।