চলচ্চিত্র শিল্পে অশনী সংকেত! কি জানালেন চিরঞ্জিত
বিশ্বজিৎ দাসঃ
দীর্ঘদিন ধরেই টলিউডে অভিনয় করছেন চিরঞ্জিৎ চট্টোপাধ্যায়। তিনি পেয়েছেন সাফল্য, এমনকি নতুন ঘরানার সিনেমার সাথেও কিছুটা মানিয়ে নিয়েছেন। ইন্ডাস্ট্রিতে একটা সময়ে চিরঞ্জিৎ চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নাম একসাথে আলোচনা হতো।
যদিও চিরঞ্জিৎ চট্টোপাধ্যায় বর্তমানে অভিনেতার পাশাপাশি রাজ্যের বিধায়ক ও। দীর্ঘদিন ধরেই রাজনীতিতে যুক্ত আছেন তিনি। সম্প্রতি বাংলা সিনেমা নিয়ে মুখ খুললেন অভিনেতা।বেশ কিছু সময় তার মতে দর্শকরা হলে আসছেন না। তার মতে সিনেমার একাল সকাল বলে কিছু হয় না। কারণ দর্শকরা একই আছেন, কিন্তু তারা পুরানো সিনেমা দেখা বন্ধ করে দিয়েছেন।
এই অভিনেতা সম্প্রতি সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেন,"আমি সত্যি বিশ্বাস করি না, দর্শকরা বদলে গিয়েছে, যাঁরা একসময় বাংলা ছবির জন্য পাগল ছিল। হ্যাঁ, একটা অংশের মধ্যে হয়তো বদল ঘটেছে। কিন্তু সেটা সামান্য। একসময় দর্শকরা শাম্মি কাপুরের ছবির জন্য পাগল হত, এখন তাঁরা হানি সিংয়ের গানের জন্য পাগল হয়। তাঁরা রূপম ইসলামের ধুমধাম গান পছন্দ করেন। স্বাদ তো তাহলে একই আছে। নয়তো বাংলা সিরিয়ালগুলো এভাবে পাগলের মতো লোক দেখতো না।"
তিনি আরও জানান, " আমার মনে হয় সিনেমা আর সিনেমা বানানোর পদ্ধতিতে পরিবর্তন এসেছে। আমরা ওয়ার্ল্ড সিনেমা দেখছি আর আমাদের বাংলা সিনেমাকেও সেই আদলে বানাতে চাইছি। তার ফলে যা হচ্ছে আমরা দর্শকের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছি। আর সেই কারণে লোক হলে গিয়ে বাংলা সিনেমা দেখা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, এরমধ্যে ব্যাতিক্রম তো আছেই। পাশাপাশি হলের সংখ্যাও তো এখন অনেক কমে গিয়েছে।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊