কেন্দ্রীয় সরকারে আয়ুষ মন্ত্রকে চাকরির সুযোগ, আজই আবেদন করুন
কেন্দ্রীয় সরকারে আয়ুষ মন্ত্রকে চাকরির সুযোগ। সম্প্রতি সিসিআরএএস, আয়ুষ মন্ত্রকের (CCRAS, Ministry of Ayush) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে প্রোগ্রাম ম্যানেজার (Program Managers) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কথা জানিয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে শীঘ্রই আবেদন করতে পারেন।
২৫ নভেম্বর, ২০২১ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইন ও অফলাইন দু’ভাবেই।‘Central Sector Scheme Of Ayush Oushadhi Gunvatta Evam Uttpadan Samvardhan Yojana’ আওতায় নিয়োগ করা হবে। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। সে ক্ষেত্রে ৩১.০৩.২০২২ তারিখ পর্যন্ত চুক্তির মেয়াদ ধার্য করা হয়েছে।
শূন্যপদের সংখ্যা- ৫টি
আবেদনের যোগ্যতা- প্রার্থীদের সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আয়ুর্বেদ, সিদ্ধ, ইউনানি এবং হোমিওপ্যাথি সিস্টেমে স্নাতক বা এমবিএ (হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন), এমবিএ (ফিনান্স)/ এম.কম ডিগ্রি থাকতে হবে। তাছাড়াও প্রার্থীদের কম্পিউটার অ্যাপ্লিকেশন বা আইটি বিষয়ে জ্ঞান থাকা আবশ্যিক।
প্রার্থীদের প্রথমে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি পূরণ করে আবেদনপত্র ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট সহ ‘Drug Policy Section, Ministry of Ayush, NBCC, Office Block-III 2nd Floor, East Kidwai Nagar, New Delhi- 110023’ এই ঠিকানায় পাঠাতে হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊